Colour Blue: বড্ড বেশি যুক্তিবাদী, না কি দুর্বলতা ঢাকেন? নীল রং যাঁদের পছন্দ, এই লক্ষণগুলি দেখতে পাবেন তাঁদের মধ্যে...
কারও পছন্দ লাল, কারও পছন্দ সাদা, কারও আবার পছন্দ কালো রং। মানুষ বিশেষে পছন্দের রংও আলাদা হয়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে পরিচিত মহলে যদি একটু খোঁজ নেন, দেখবেন অধিকাংশেরই পছন্দের রং নীল। নীল রং নিয়ে গান পর্যন্ত বাঁধা হয়েছে।
তবে পৃথিবীতে এমনি এমনি কিছুই ঘটে না। আগে-পিছে কিছু না কার্যকারণ থাকে। তেমনই কার কোন রং পছন্দ, তার নেপথ্যেও থাকে কিছু কার্যকারণ।
যেমন ধরুন নীল রং যাঁদের পছন্দ, তাঁদের কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। কাউকে যদি ভালভাবে বুঝতে চান, সেক্ষেত্রে তাঁর পছন্দের রং অবশ্যই জানুন।
গোটা পৃথিবীতেই নীল রং বেশ জনপ্রিয়। পুরুষরা তো বটেই, মেয়েরাও নীল রং পছন্দ করেন। নীল রং সৃজনশীলতার প্রতীক যেমন, তেমনই বুদ্ধিমত্তারও প্রতীক। নীল রং মনোযোগ বাড়ায়, ভাবনাচিন্তার রাস্তা প্রশস্ত করে। কর্মদক্ষতাও বাড়িয়ে তোলে।
নীল রং শান্তি আনে জীবনে। স্থির জলরাশি, নীল আকাশ, প্রশান্তির প্রতীক। নীল রং দেখে আপনা হতেই শান্তি অনুভব করেন অনেকে। উত্তেজনা কেটে যায়, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয়।
নীল রং একদিকে আত্মবিশ্বাস সঞ্চার করে। কিছু ক্ষেত্রে আবার নীল রং অহঙ্কারীও করে তোলে। সমাজ-সংসারের রীতিনীতির বাইরে মানুষতে দাম্ভিক করে তোলে। আবেগ-অনুরাগ সেভাবে আর দাগ কাটে না মনে।
মনোবিদদের মতে, নীল রং যাঁদের পছন্দ, তাঁরা সচরাচর রেগে যান না। ঝগড়াঝাঁটিতে জড়ান না তেমন। কিন্তু সহ্যের সীমা অতিক্রম করলে চেনা যায় না এঁদের। অন্য মানুষ হয়ে যান তখন।
নীল রং যাঁদের পছন্দ, তাঁরা আত্মবিশ্বাসী হন। আবেগ নিয়ন্ত্রণ করতে জানেন। আবার নিজেদের দুর্বলতা ঢাকতেও জানেন এঁরা। সকলের সঙ্গে মিশলেও, নিজের মানুষদের সঙ্গেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ এঁরা।
নীল রং যাঁদের পছন্দ, সবকিছুর নেপথ্যে যুক্তি খোঁজেন তাঁরা। সম্পর্কে এঁরা বিশ্বাস ভাঙেন না। চরিত্রের দিক থেকে সৎ হন অত্যন্ত। কিন্তু নিজেদের মধ্যে কোথাও যেন গুটিয়ে থাকেন এঁরা। আরও সহজ ভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করা উচিত। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -