Wall Decor Tips: অন্দরসজ্জায় ব্রাত্য থেকে যায় প্রায়শই, ঘরের দেওয়াল সাজিয়ে তুলুন এই উপায়ে...
অন্দরসজ্জার কথা উঠলেই আসবাব, পর্দার কথা মাথায় আসে আমাদের। ব্যালকনি বা ছাদে সুসজ্জিত বাগান গড়ে তোলা নিয়েও হাজার বুলি শোনা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এ সবের মধ্যে কোথাও যেন বাদ পড়ে যায় বাড়ির দেওয়াল, চার উপর আমাদের স্বপ্ন, ভবিষ্যৎ সবকিছু দাঁড়িয়ে। তাই ঘর সাজানোর ক্ষেত্রে দেওয়ালকে বাদ দেওয়া উচিত নয়।
সিমেন্টের উপর রংয়ের প্রলেপ দিয়ে বছরের পর বছর কাটিয়ে দেওয়া মুখের কথা নয়। এক্ষেত্রে ওয়ালপেপার লাগাতে পারেন দেওয়ালে। চার দেওয়াল না হলেও, বিছানার পিছনের অংশ বা সামনের অংশ, অথবা মুখোমুখি দুই দেওয়ালে ওয়ালপেপার লাগাতে পারেন।
দেওয়ালে ক্যালেন্ডার ঝুলিয়ে রাখার দিন শেষ। তার পরিবর্তে ছবি বা অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো শিল্পকর্ম ফ্রেমে বাঁধিয়ে ঝোলাতে পারেন।
আবার ছবি বা নকশা ঝোলানোয় হয়ত আপত্তি রয়েছে আপনার। সেক্ষেত্রে বেছে নিতে পারেন পছন্দের কোনও বিখ্যাত মানুষের উক্তি, জীবনে চলার পথে যা দেশে অনুপ্রেরণা পেতে পারেন।
ঘরের সিলিংয়ে ঝাড়বাতি না ঝুলিয়ে, দেওয়ালে আলো বসাতে পারেন। শোয়ার ঘর, বসার ঘরের আলো হতে হবে আলাদা। নিজের মেজাজের সঙ্গে খাপ খায়, এমন আলো বেছে নিন।
দেওয়াল জুড়ে যদি আস্ত ফোটো গ্যালারি গড়ে তোলা যায়? অসম্ভব নয় মোটেই। জীবনের টুকরো টাকরা কিছু মুহূর্ত ফ্রেমে বাঁধিয়ে, টাঙিয়ে রাখতে পারেন দেওয়ালে।
খালি দেওয়ালকে ক্যানভাস করে তুলতে পারেন অনায়াসে। ঘরের সব দেওয়াল রং করলেন, সাজালেন ইচ্ছামতো। কিন্তু একটি দেওয়াল খালি রাখলেন। স্লেটের মতো করে গড়ে তুলতে পারেন সেই দেওয়াল, যেখানে নিজে ছবি আঁকতে পারেন বা বন্ধুবান্ধবরা এলে তাঁদের দিয়ে কিছু লেখাতে পারেন।
শুধু জামাকাপড় পরলে হয় না, তার সঙ্গে প্রয়োজন পড়ে অ্যাকসেসরিজের। যে কারণে ব্যাগ, সানগ্লাস, গয়না কিনি আমরা। দেওযালের ক্ষেত্রেও একথা খাটে। কারুকাজ করা শেল্ফ থেকে গ্লাসওয়্যার, 3D লেটার, দেওয়াল সাজানোর হাজারো উপকরণ বাজারে পাওয়া যায়।
ঘর ছোট হলে দেওয়ালে বড় আয়না ঝোলাতে পারেন। এতে ঘর বড় দেখতে লাগবে। আবার কাজের জিনিও এল, বাড়তি খরচও হল না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -