Life Lessons: অনর্গল বকে চলেছেন সামনের জন! আঘাত না করেই স্বল্পকথায় সারুন বার্তালাপ
কোথাও বেরোচ্ছেন হয়ত, বা কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, হঠাৎ চেনা তারও সঙ্গে দেখা। এমন পরিস্থিতিতে দু’চার কথা না চাইলেও বলতে হয়। হাজার কাজ থাকলেও, সামনের জন খোশগল্প জুড়ে দিলে না বলার উপায় থাকে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু মুখোমুখিই নয়, ফোনের ওপার থেকেও এমন ভাবে আবদার জুড়ে দেন অনেকে। কথার বহর থামেই নায় অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ, হুঁ করে সেই কথা টেনে নিয়ে যেতে হয় আমাদের। কিন্তু স্বল্প কথায় বার্তালাম মেটানোর উপায়ও রয়েছে।
অপর জনকে আঘাত না করেই বার্তালাপে ইতি টানতে পারেন আপনি। সে ক্ষেত্রে বলতে পারেন, ‘‘খুব ভাল লাগল কথা বলে। আবার একদিন আড্ডা হোক।’’ এতে কথা বলে ভাল লেগেছে, আগামী দিনেও কথা বলতে আগ্রহী আপনি, এমনটাই ভাববেন সামনে জন।
আপনার সময় নষ্ট হচ্ছে বললে আঘাত পেতে পারেন সামনের জন। তার চেয়ে বলুন, ‘‘দারুণ লাগল। আমি তোমার অনেকটা সময় নষ্ট করে দিলাম। আবার একদিন না হয় হবে।’’
কাজের সময় বয়ে যাচ্ছে বলতেই পারেন, তবে তাতে থাকুক বিনয়। বলুন, ‘‘হাতে অনেক কাজ পড়ে রয়েছে। চটপট সেরে নিয়ে না হয় কথা বলি!’’
কথা চলাকালীন সামনের জনকে কিছু সুপারিশ করতে পারেন। যেমন, কোনও দোকানে কেনাকাটায় প্রচুর ছাড় দিচ্ছে, বা কোথাও বিশেষ কিছু জিনিস পাওয়া যাচ্ছে, তড়িঘড়ি না গেলে পাওয়া যাবে না। সেখানে গিয়ে কেমন অভিজ্ঞতা হল, যেন অবশ্যই জানান সামনের জন, এই বলে শেষ করতে পারেন কথা।
অনেক ক্ষণ ধরে একটি কথা নিয়েই হয়ত ফেনিয়ে যাচ্ছেন সামনের জন। মাঝপথে আপনি থামাতে পারেন তাঁকে। বলতে পারেন, ‘‘...এই কথা তো, এটাই বলতে চাইছেন তো? ঠিক আছে, আমি দেখছি।’’
ফোন রাখতে চেয়েও হয়ত পারছেন না। সেক্ষেত্রে বলতে পারেন, ‘‘শোনো, আজ তো অনেকটা দেরি হয়ে গেল। আমি ফোন করছি শীঘ্রই। আরও জানার ইচ্ছে রইল।’’
সামনের জনের প্রশংসাও হয়, আবার কথাও হয় না দীর্ঘ। সে ক্ষেত্রে বলতে পারেন, ‘‘অনেক কিছু জানতে পারলাম। আমাকে যে জানালে, সে-ই অনেক। চলো আবার দেখা হচ্ছে শীঘ্রই।’’
সামনের জন হয়ত খুব আবেগ মিশিয়ে কথা বলছেন। কিন্তু আপনার শোনার মতো মানসিক পরিস্থিতি নেই। সেক্ষেত্রে বলতে পারেন, ‘‘আমি বুঝতে পারছি তোমার অবস্থা। যোগাযোগ থাক এভাবেই।’’ ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -