Health Tips: রাতে ঘুম হয় না! বিছানায় যাওয়ার আগে চুমুক দিন এই পানীয়ে

Health: অনিদ্রার সমস্য়ায় কম বেশি অনেকেই ভুগি আমরা। কিছু পানীয়ে সুরাহা হতে পারে।

ছবি: পিক্সাবে।

1/10
বিছানায় শোওয়া মাত্র ঘুমিয়ে কাদা হয়ে যান কেউ কেউ। এপাশ ওপাশ করেই আবার কেটে যায় কারও কারও।
2/10
আজকাল অনেক মানুষই অনিদ্রার সমস্যায় ভোগেন। কোনও কিছুতেই রাতে পর্যাপ্ত ঘুম হয় না তাঁদের।
3/10
ঘুমের ওষুধ খেয়ে সেই ঘাটতি মেটান কেউ কেউ। তা না করে, ঘুমাতে যাওয়ার আগে কিছু পানীয়ে চুমুক দিয়ে দেখতে পারেন। ঘুম আসবে তাড়াতাড়ি।
4/10
শরীরে মেলোটোনিনের মাত্রা বাড়িয়ে তোলে। ফলে আমন্ড মিল্ক পান করে বিছানায় গেলে ভাল ঘুম হয়।
5/10
ঘুমাতে যাওয়ার আগে ক্যাফিন জাতীয় পানীয় না মুখে দেওয়াই ভাল। তবে ডিক্যাফিনেটেড গ্রিন টি পান করতে পারেন। এতে দুশ্চিন্তা দূর হয়, ভাল ঘুম হয়।
6/10
গভীর ঘুমের জন্য ক্যামোমিল টি-র গুরুত্ব বেড়েছে ইদানীং। এতে ক্যাফিন থাকে না। ফ্ল্যাভনয়েডে পরিপূর্ণ, যাতে শরীর হালকা বলে অনুভূত হয়।
7/10
ভাল ঘুমের জন্য চেরি ফলের রস পান করেন অনেকেই। বিশেষ করে অনিদ্রার সমস্যায় ভোগেন যাঁরা, তাঁরা পরখ করে দেখতে পারেন।
8/10
ভারতের বহু বাড়িতেই দুধে হলুদ মিশিয়ে পান করার চল রয়েছে। ভাল ঘুমের ক্ষেত্রেও কাজে লাগতে পারে এই টোটকা। দুধে সমস্যা থাকলে নন ডেয়ারি দুধ পান করতে পারেন।
9/10
অশ্বগন্ধা টি-ও পাওয়া যায় বাজারে। আয়ুর্বেদিক ভেষজ এটি। হাজারো একাধিক গুণ রয়েছে এর, ঘুমের সহায়কও।
10/10
পেপারমিন্ট টি পান করলেও ভাল ঘুম হয়। তবে বিশেষ কিছু ওষুধ যদি চলে, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই পান করুন। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola