Geyser Safety: শীতে গিজার ব্যবহার করছেন ? বড় দুর্ঘটনা এড়াতে নজরে রাখুন এই ৩ বিষয়

Geyser Safety Tips: এই গিজার একটি ইলেকট্রনিক যন্ত্র যা বিদ্যুতের মাধ্যমে জল গরম রাখে এবং শীতে কোনো অসুবিধে হয় না মানুষের। ঠান্ডা জলে স্নান খুবই মুশকিল হয়ে যায়। গরম জল ব্যবহারের জন্য গিজার চালাতে হয়।

গিজার ব্যবহারে কী কী বিষয় মেনে চলতে হবে ?

1/9
শীত পড়ে গিয়েছে ভারতে। বাংলাতেও ধীর ধীরে জাঁকিয়ে বসছে শীত। আর এই সময় বাড়িতে জল গরম করার জন্য গিজার ব্যবহার করা হয়।
2/9
এই গিজার একটি ইলেকট্রনিক যন্ত্র যা বিদ্যুতের মাধ্যমে জল গরম রাখে এবং শীতে কোনো অসুবিধে হয় না মানুষের।
3/9
মূলত ঠান্ডা জলে স্নান করা খুবই মুশকিল হয়ে যায়। ফলে গরম জল ব্যবহারের জন্য গিজার চালাতে হয়।
4/9
এই গিজার ব্যবহারের সময় কিছু সাবধানতা অবলম্বন না করলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। খেয়াল রাখতে হবে এই ৩ বিষয়।
5/9
গিজারে খুব কম সময়ের মধ্যেই জল গরম হয়ে যায়। একবার সুইচ অন করার বহুক্ষণ পরে এটি বন্ধ না করাই উচিত।
6/9
বহুক্ষণ ধরে গিজার চালিয়ে রাখা একেবারে উচিত নয়। কিছু কিছু সময় গিজার ব্লাস্টও করতে পারে।
7/9
টাকা বাঁচাতে অনেক সস্তার গিজার কেনেন, এতে ঝুঁকির সম্ভাবনাও বাড়ে মানুষের। কারণ অনেক গিজারে সেফটি স্ট্যান্ডার্ড মানা হয় না।
8/9
সার্টিফায়েড কোম্পানির গিজার কেনার চেষ্টা করতে হবে যাতে নিরাপত্তা অনেক বেশি থাকে। আর গিজারের পজিশনও যথাযথ হওয়া দরকার।
9/9
বাথরুমে গিজার লাগালে তা একেবারে উপরের দিকে লাগাতে হবে যাতে জল ছিটকে কোনোভাবে গিজারে না লাগতে পারে।
Sponsored Links by Taboola