Health Benefits of Carrot: অ্যান্টিঅক্সিডেন্টের উৎস, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক গাজর
গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার রয়েছে। যা অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। যা শরীরকে ফ্রি র্যািডিক্যাল মুক্ত করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাজরে ভিটামিন A থাকে। ভিটামিন A-এর অভাব জেরোফথালমিয়া হতে পারে। যা চোখের একটি রোগ। গাজর খেলে এই সম্ভাবনা কমে।
ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, শরীরে অত্যাধিক পরিমাণে ফ্রি র্যাাডিক্যাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
গাজর খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে। ২০১৪ সালের গবেষণা করা হয় ৮৯৩ জনক নিয়ে। তাতেই মিলেছে এই তথ্য।
গাজরে প্রাকৃতিক শর্করা থাকে। ১০ শতাংশ কার্বোহাইড্রেট থাকে। তার ৫০ শতাংশ চিনি। গাজরে থাকে কম ক্যালোরি।
উচ্চ ফাইবার যুক্ত গাজরে চিনির পরিমাণ কম থাকায় তা ডায়বেটিস আক্রান্তদের ক্ষেত্রে ক্ষতিকারক নয়।
গাজরে থাকা ফাইবার এবং পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। গাজরে থাকে ভিটামিন সি, যা অনাক্রম্যতা বৃদ্ধিতে সাহায্য করে।
গাজরে ভিটামিন K এবং অল্প পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। যা হাড় মজবুত করে। অস্টিওপরোসিস প্রতিরোধে সাহায্য করতে পারে।
তবে পাশাপাশি মনে রাখতে হবে ভিটামিন A অতিরিক্ত খেলে তা শরীরের পক্ষে ক্ষতিকারক। এছাড়াও, অতিরিক্ত ভিটামিন A ত্বকে হালকা কমলা রঙের কারণ হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -