Fatty Liver Problem: কোন কোন পানীয় খেলে ফ্যাটি লিভারের সমস্যা মারাত্মক বাড়বে ? সময় থাকতেই সতর্ক হোন

ছবি সূত্র- পিক্সেলস। মদ্যপানের অভ্যাস লিভারের স্বাস্থ্যের অবনতি ঘটায় বিভিন্ন ভাবে। ফ্যাটি লিভারের সমস্যা থাকলে তা বাড়িয়ে দেয়। আর ফ্যাটি লিভারের সমস্যা না থাকলে, তা শুরুও হয়ে যায় নিয়মিত মদ্যপানের অভ্যাস থাকলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ছবি সূত্র- পিক্সেলস। রোজ মদ্যপানের অভ্যাস থাকলে লিভার সিরোসিসের মতো জটিল অসুখ হতে পারে। এছাড়াও মদ্যপানের অভ্যাস অ্যান্টিইনফ্লেমেশনের সমস্যা তৈরি করে যা লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ছবি সূত্র- পিক্সেলস। অনেকেই সারাবছর কোল্ড ড্রিঙ্কস খান। বিশেষ করে গরম পড়লে তো কথাই নেই। লিভারের স্বাস্থ্যের জন্য কোল্ড ড্রিঙ্কস অত্যন্ত ক্ষতিকর।
ছবি সূত্র- পিক্সেলস। কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি যুক্ত থাকে। এই অতিরিক্ত চিনি শুধু লিভার নয়, সার্বিক ভাবেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
ছবি সূত্র- পিক্সেলস। কোল্ড ড্রিঙ্কসের পাশাপাশি অনেকেরই কথায় কথায় এনার্জি ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস রয়েছে। বিশেষ করে জিমে গিয়ে ওয়ার্ক আউটের পর অনেকেই এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন।
ছবি সূত্র- পিক্সেলস। কোল্ড ড্রিঙ্কসের মতোই বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কসেও অ্যাডেড সুগার থাকে। এই অতিরিক্ত চিনি লিভারের স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। লিভারের চারপাশে ফ্যাটের আস্তরণ তৈরি করে। যা পরবর্তীতে জটিল ভাবে ফ্যাটি লিভারের সমস্যা তৈরি করে।
ছবি সূত্র- পিক্সেলস। ফ্রুট জুস, অর্থাৎ ফলের রস খেতে হলে ফল থেকে রস বের করে সঙ্গে সঙ্গে খেয়ে নিন। প্যাকেট বা বোতলে থাকা ফলের রস খাওয়া মোটেই স্বাস্থ্যের পক্ষে ভাল নয়।
ছবি সূত্র- পিক্সেলস। প্যাকেটজাত বা বোতলে থাকা ফ্রুট জুসের মধ্যে চিনির পরিমাণ প্রচুর থাকে। এই চিনি মারাত্মক ভাবে ক্যালোরি বৃদ্ধি করে। ফ্যাটি লিভারের সমস্যাও বাড়িয়ে দেয়।
ছবি সূত্র- পিক্সেলস। চা কিংবা কফি, চিনি সহযোগে খেলে মারাত্মক ক্ষতি হতে পারে। চিনি দিয়ে চা, কফি খেলে অ্যাসিডিটির সমস্যা প্রবলভাবে দেখা দিতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস। চিনি সহযোগে চা-কফি খেলে শরীরে ফ্যাটের পরিমাণ বাড়ে। এই ফ্যাটই লিভারের চারপাশে আবরণ তৈরি করে। এর থেকেই ফ্যাটি লিভারের সমস্যা বাড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -