Healthy Lifestyle Tips: আসছে নতুন বছর, সুস্থ থাকতে নজর দিন নিজের প্রতি, খুবই জরুরি 'সেলফ কেয়ার'
সুস্থ জীবনযাপন করতে হলে নিজের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। সবার আগে প্রতিদিন শরীরচর্চার অভ্যাস করুন। জিমে গিয়ে ওয়ার্ক আউট করতে হবে তা নয়। বাড়িতেই আপনি যোগাসন কিংবা ফ্রি হ্যান্ড একসারসাইজ অভ্যাস করতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর পাশাপাশি যাঁরা নিয়মিত ভাবে হাঁটাচলা কিংবা দৌড়ানোর অভ্যাস রাখতে পারবেন তাঁরা শারীরিক ভাবে সুস্থ থাকবেন। মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হবে। দিনের শুরুটা করুন শরীরচর্চা দিয়ে। তাহলে সারাদিন তরতাজা থাকবেন আপনি।
সুস্থা জীবনযাপনের আর একটি নিয়ম হল পর্যাপ্ত ঘুম। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমোনো প্রয়োজন। আর সেটা রাতের ঘুম হওয়া প্রয়োজন। সঠিক সময়ে না ঘুমোলে আদতে কোনও লাভ হবে না। তাই রাত জাগার অভ্যাস ত্যাগ করুন।
খেয়াল রাখবেন রাতের ঘুম কখনই দিনে পূরণ করা সম্ভব নয়। তাই রাতে জেগে নিয়ে দিনে ঘুমিয়ে সবটা সামলে নেবেন এমনটা ভাবলে একেবারেই ভুল করছেন। টানা বেশ কয়েকদিন রাতে ঠিকভাবে ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
সুস্থ থাকতে চাইলে অবশ্যই নজর দিন খাওয়া দাওয়ার দিকে। মাঝে মাঝে অবশ্যই মনের ইচ্ছেয় পেটপুজো করুন। কিন্তু নিয়মিত ভুরিভোজ খেলে শরীর খারাপ হতে বাধ্য। তাই সতর্ক থাকা দরকার।
বাইরের খাবার, তেলমশলাযুক্ত খাবার, ভাজাভুজি ইত্যাদি এড়িয়ে চলতে পারলে আপনার স্বাস্থ্য ভাল থাকবে। শুধু তাই নয়, সহজপাচ্য খাবার খাওয়ার চেষ্টা করুন। সঠিক সময়ে খাবার খেতে হবে। আর অনেকক্ষণ খালি পেটে থাকা একেবারেই চলবে না।
প্রতিদিন বিভিন্ন ধরনের কাজের চাপ আমাদের সহ্য করতে হয়। এর সঙ্গে থাকে আনুষঙ্গিক অনেক ধরনের চাপ, সমস্যা। তাই দিনের অন্তত ১৫ মিনিট নিজেকে দেওয়ার চেষ্টা করুন। এই সময় অভ্যাস করুন মেডিটেশন। কারণ ধ্যান করলে আপনার মন, মেজাজ শান্ত হবে।
সুস্থ জীবন যাপন করতে চাইলে সেলফ কেয়ার অর্থাৎ নিজের প্রতি যত্নশীল খুবই দরকার। তাই বাকি সবকিছুর পাশাপাশি নিজের পরিচর্যার দিকেও নজর দেওয়া প্রয়োজন। খুব পরিশ্রমের পর ক্লান্ত থাকলে যদি একটু নিজের ত্বক, চুল এইসবের পরিচর্যা করেন, তাহলে ফ্রেশ লাগবে আপনার।
সঠিক পরিমাণে জল খাওয়া অবশ্যই প্রয়োজন। শরীরে জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। তাই পরিমিত জল খাওয়া প্রয়োজন। এর ফলে আপনার হজমশক্তি ঠিক থাকবে। বলা ভাল সার্বিক ভাবে আপনার শরীর সুস্থ থাকবে।
সারা বছর সবসময় আপনি সুস্থ থাকবেন এমনটা নয়। যদি শরীর খারাপ হয় তাহলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আর নিজে কোনও ওষুধ খেতে যাবেন না। এর ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -