Running Health Benefits: ওজন কমাতে দৌড়নোর অভ্যাস করছেন, আর কী কী উপকার পাবেন জানেন?
ওজন কমানোর জন্য অনেকেই দৌড়ানোর অভ্যাস করেন। সকালে হোক কিংবা বিকেলে, সারাদিন একবার সময়ে করে অনেকেই দৌড়ে থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদৌড়ানো একপ্রকারের কার্ডিওভাসকুল শরীরচর্চা। এই একসারসাইজের রয়েছে একাধিক গুণ। অতএব নিয়মিত দৌড়ের অভ্যাস থাকলে আপনি কী কী উপকার পাবেন দেখে নিন।
যেহেতু দৌড়ানো এক প্রকারের কার্ডিওভাসকুলার একসারসাইজ, তাই এই শরীরচর্চার মাধ্যমে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা কমবে এবং নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেশারের মাত্রা।
এছাড়াও দৌড়ানোর অভ্যাস আপনার হৃদযন্ত্রে সঠিক মাত্রায় অক্সিজেন এবং রক্তের সরবরাহ বজায় রাখতে সাহায্য করবে। তার ফলে ভাল থাকবে আপনার হার্ট।
দৌড়ানোর অভ্যাস থাকলে দূর হতে পারে আপনার মন খারাপ। কারণ এই অভ্যাস থাকলে মস্তিষ্কে এন্ডরফিনের ক্ষরণ হয় যা আমাদের মন-মেজাজ ভাল রাখে।
অ্যাংজাইটি এবং স্ট্রেস দূর করার জন্য প্রতিদিন দৌড়ানোর অভ্যাস করতে পারেন। গরমের মরশুমে সকালের দিকে দৌড়ানোর অভ্যাস বজায় রাখুন।
দৌড়ানোর অভ্যাস নিয়মিত ভাবে বজায় রাখতে পারলে আপনার পেশী মজবুত হবে। এর পাশাপাশি নজবুত হবে হাড়ের গঠনও।
নিয়মিত দৌড়ানোর অভ্যাস থাকলে আপনার ওজন কমতে বাধ্য। কারণ ক্যালোরি বার্ন করার ক্ষেত্রে এই শরীরচর্চার জুড়ি মেলা ভার।
দৌড়নোর সময় কিছু বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন নিজের স্বাভাবিক গতির থেকে অনেকটা বেশি গতিতে দৌড়নোর চেষ্টা করবেন। এর জেরে চোট-আঘাত পেতে পারেন।
পেট খুব ভর্তি থাকা অবস্থায় দৌড়নো উচিত নয়। আবার একদম খালি পেটেও অনেকটা দৌড়োতে যাবেন না। সম্ভব হলে দৌড়নোর সময় সঙ্গে জল রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -