Heart Attack Alert : এইরকম যন্ত্রণা হলে বুঝতে হবে হার্ট অ্যাটাক আসন্ন !
হার্ট অ্যাটাকের লক্ষণগুলিও চিনে রাখা প্রয়োজন। নইলে হয়ত ঠিক সময়ে সিগন্যাল দিলেও তা রোগী বুঝতে পারবেন না। আবার কখনও অন্য কোনও সমস্যাকেও হার্টের অসুখের লক্ষণ ভেবে আতঙ্কিত হবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোথায় হয় এই ব্যথা ? ব্যথা হতে পারে বুকের ঠিক মাঝখানে বুকের বাঁদিকেও মোচড় দিয়ে ব্যথা হতে পারে
ব্যথার ধরন খুবই তীক্ষ্ণ, মনে হবে শ্বাস আটকে যাচ্ছে। বুকে চাপ ধরা ব্যথা যাকে বলে। খোঁচা মারবে বুকে।
এই লক্ষণগুলি অবহেলা করার কোনও জায়গাই নেই। আপনার বয়স যাই হোক, অবশ্যই দেখান চিকিৎসককে।
হার্টের সমস্যার আজকাল কোনও বয়স নেই। ৪০ এর কম বয়সেই হার্টের সমস্যাগুলি মারাত্মক ভোগাচ্ছে।
বাঁ হাত দিয়ে ব্যথাটা আস্তে আস্তে নামতে শুরু করে । কুল কুল করে ঘাম হয় । মাথা ঘুরে যেতে পারে ।
সঙ্গে থাকতে পারে বমি ভাব। শরীর অস্থির হয়ে উঠতে পারে। তখন কোনওরকম দেরি না করেই চিকিৎসককে ফোন করুন। বা নিকটবর্তী হাসপাতালে রোগীকে নিয়ে যান। এই সময় প্রতিা মুহূর্তই খুব দামী।
হার্ট অ্যাটাকের যে শুধু এই লক্ষণই দেখা যাবে, তা নয়। যাঁরা ডায়াবটিক, বিশেষত মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি অন্যভাবে আসতে পারে। খুব বেশ বুকে যন্ত্রণা না হলেও অন্য কিছু লক্ষণ দেখা যায়। হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে। যখন মনে হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে । একটু অক্সিজেন পেলে ভাল হত।
image 13
পাকস্থলীর ঠিক উপর দিকে ব্যথা, অনেকে গ্যাস-অম্বলের সঙ্গে এই ব্যথাটি গুলিয়ে ফেলেন। কিন্তু হার্টের সমস্যা থেকেও এমন ব্যথা হতেই পারে। তাই শরীরের কোনও জায়গায় হঠাৎ যন্ত্রণাকে কখনই আন্দাজে গ্যাস-বদ হজমের ব্যথা ভেবে তুচ্ছ করা ঠিক নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -