Sukanya Samriddhi Yojana : বছরে ন্যূনতম ২৫০ টাকা দিলে, কন্যাসন্তান বড় হলে পেয়ে যাবে বিরাট অঙ্কের টাকা
কম বিনিয়োগে বেশি মুনাফা, বছরে অন্তত ২৫০ টাকায় মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করে এই স্কিম । SSY বাজারের বেশিরভাগ স্বল্প সঞ্চয় স্কিম থেকে বেশি রিটার্ন অফার করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) হল কন্যাদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি স্বল্প সঞ্চয় প্রকল্প। যা 'বেটি বাঁচাও বেটি পড়াও' অভিযানের অধীনে চালু করা হয়েছিল। তারপর বারবার এই স্কিমের শর্তগুলি বদলেছে। কমেছে সুদও।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের ক্ষেত্রে বছরে ন্যূনতম ২৫০ টাকা রাখতে হবে আমানতকারীকে। বছরে চাইলে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা রাখা যাবে অ্যাকাউন্টে।
মেয়ের বয়স ১০ বছরের বেশি হলে এই যোজনায় ইনভেস্ট করা যাবে না। বিশেষজ্ঞরা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে মেয়ের বয়স ১ বছর হলে সবথেকে বেশি লাভ পাওয়া যাবে। কারণ সুদ সেই সময় থেকেই গণনা শুরু হয়ে যাবে।
এই স্কিমের মূল আকর্ষণ হল কম সুদ। ৭.৬ শতাংশ ইন্টারেস্ট পাবেন আপনি। মোট ১৫ বছর টাকা দিতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায়। পরবর্তী ৬ বছর টাকা না দিলেও সুদ পাবেন আমানতকারী।
শুধু পোস্ট অফিস নয়, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায়। ম্যাচিওর করলে মেয়ের উচ্চশিক্ষা বা বিয়েতে টাকাটি কাজে লেগে যেতে পারে।
এই স্কিমের অন্যতম আকর্ষণ হল, আয়কর বাঁচাতে আপনাকে সাহায্য করবে। মেয়ের ভবিষ্যতের সুরক্ষার পাশাপাশি ভাল সঞ্চয় করতে পারবেন আপনি।
কোনও অর্থবর্ষে সর্বনিম্ন ২৫০ টাকা দেওয়া যাবে। সর্বাধিক ১৫০,০০০ টাকা দেওয়ার বিনিয়োগ করা যায়।
দেশের যে কোনও প্রান্তে ট্রান্সফার করা যায় এই স্কিম। মেয়ের ভবিষ্যতের সুরক্ষার পাশাপাশি মেয়ের পড়ার খরচ বাড়লে, আপনার উপর বাড়তি চাপ পড়বে না।
এই স্কিমে সুদের হার পাবলিক প্রভিডেন্ট ফান্ড , ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ( NSC) এর মতো অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পের চেয়ে বেশি ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -