Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Heart Blockage : বুকে মাঝেমধ্যেই চিনচিন? চিনে রাখুন হার্ট ব্লকেজের উপসর্গগুলি
হার্ট ব্লকেজের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। হার্ট ব্লকেজের সমস্যা কীভাবে দূর করা যায়, তা জানা গেলে সমস্যা শুরুতেই অনেকটা রুখে দেওয়া সম্ভব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহৃদ্যন্ত্রে কোলেস্টেরল অতিরিক্ত জমা হতে শুরু করলে ব্লকেজ তৈরি হয়।
আসলে যখন চর্বি জাতীয় বস্তু আর্টারির মুখ সরু করে দেয়, তখন স্বাভাবিক ভাবেই তার মধ্য দিয়ে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়।
যদি আপনার শরীরে হার্ট ব্লকেজের লক্ষণ দেখা যায়, তাহলে প্রথমে আপনাকে ইসিজি করাতে পরামর্শ দেওয়া হবে।
ইসিজি-র মাধ্যমে বোঝা যায় হার্টে কতটা ব্লকেজ রয়েছে। এ ছাড়া সব সময় বুকে ব্যথা থাকলে অন্যান্য পরীক্ষাও করাতে পারেন।
যদি ইসিজি স্বাভাবিক হয় তবে আপনি হার্ট ব্লকেজ সনাক্ত করতে 2D ইকোকার্ডিওগ্রাফি করাতে পারেন। এই পরীক্ষায় হার্টের পেশীর পাম্পিংয়ে ত্রুটি ধরা পড়ে।
হার্টের ভাল্বে কোনো ধরনের ফুটো আছে কি না তাও খতিয়ে দেখা সম্ভব। 2D ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষায় যদি হার্টে কোনো অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে তা হার্ট ব্লকেজের কারণে হতে পারে।
ট্রেডমিল স্ট্রেস টেস্টের সাহায্যে হার্ট ব্লকেজ সহজেই আন্দাজ করা সম্ভব। ট্রেডমিল স্ট্রেস টেস্টকে এক্সারসাইজ স্ট্রেস টেস্টও বলা হয়। এই পরীক্ষায়, একজন ব্যক্তিকে ট্রেডমিলে দৌড়তে হয় । চিকিৎসক হার্টের ছন্দ, রক্তচাপ এবং শ্বাস-প্রশ্বাস নিরীক্ষণ করেন।
হৃৎপিণ্ডের যে অংশে রক্ত ঠিকমতো পৌঁছায় না, সেক্ষেত্রে ব্লকেজের সম্ভাবনা বেড়ে যায়। এবং শুধুমাত্র তারপর স্ট্রেস থ্যালিয়াম পরীক্ষা করা হয়। অথবা কার্ডিয়াক এমআরআই করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -