Low Sugar Fruits: ওজন কমাতে সাহায্য করে কম 'সুগার' যুক্ত এই ৫ ফল, পাতে কী কী রাখবেন? দেখে নিন
অ্যাভোকাডোর রয়েছে অনেক গুণ। এই ফলে শর্করার পরিমাণ কম। অর্থাৎ এটি একটি লো-সুগার ফ্রুট যা ওজন কমাতে সাহায্য করে। দেখে নেওয়া যাক অ্যাভোকাডোর মধ্যে থাকা কোন কোন উপকরণ মূলত ওজন কমাতে সাহায্য করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাভোকাডোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং ওলেইক অ্যাসিড রয়েছে যা আমাদের শরীরের মেটাবলিজম রেট বৃদ্ধি করে এবং দ্রুত হারে ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও খাবার হজম করার শক্তি বৃদ্ধি করে অ্যাভোকাডোর মধ্যে থাকা এইসব উপকরণ।
কমলালেবুর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন সি রয়েছে। এই দুই উপকরণ ক্যালোরি গ্রহণ করার ক্ষমতা কমায়। তাই ওজন কমাতে চাইলে পাতে অবশ্যই কমলালেবু রাখা প্রয়োজন।
যেহেতু কমলালেবুর মধ্যে শর্করার পরিমাণ কম তাই আমাদের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ফল। এছাড়াও কমলালেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং ফাইবারের পরিমাণ বেশি তাই এই ফল ক্যালোরি গ্রহণের ক্ষমতা কমায়।
গ্রেপফ্রুটস- এই ফলের মধ্যে সুগার বা শর্করার পরিমাণ কম। তবে ভিটামিন সি এবং ফাইবার রয়েছে ভরপুর। এই ফল কম ক্যালোরি যুক্তও বটে। এছাড়াও রয়েছে সাইট্রিক অ্যাসিড।
গ্রেপফ্রুটসের মধ্যে থাকা উল্লিখিত যাবতীয় গুরুত্বপূর্ণ উপকরণ ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও খাবার হজম করার শক্তি বৃদ্ধি করে।
কিউই ফল আজকাল অনেকেই খেয়ে ত্থাকেন। কিউই ফলের রস খেতেও বেশ সুস্বাদু। এই ফল আমাদের ওজন কমাতে সাহায্য করে। আর এটি একটি লো-সুগার ফ্রুটস।
কম শর্করা রয়েছে কিউই ফলে। তবে ভিটামিন সি রয়েছে ভরপুর। আমাদের শরীরের মেটাবলিজম রেট বৃদ্ধির পাশাপাশি এই ফল ওজন কমাতেও দারুণভাবে সাহায্য করে।
স্ট্রবেরির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তবে এই ফলে ক্যালোরি এবং সুগার এই দুইয়ের পরিমাণই কম। এছাড়াও স্ট্রবেরির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে।
মানবদেহের মেটাবলিজম রেট বৃদ্ধি করতে পারে স্ট্রবেরি। আর মেটাবলিজম রেট বৃদ্ধি পেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -