Holi Skin Care Tips: দোলের রং আপনার ত্বকের জন্য ঠিক কতটা ক্ষতিকর? সমস্যা দেখা দিলে কী কী করতে পারেন? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
ডক্টর ঘরামি (কলকাতা মেডিক্যাল কলেজ, ডার্মাটোলজি বিভাগ, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান) জানিয়েছেন, দোলের রং থেকে এগজিমা জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। এক্ষেত্রে দুটো ধরন দেখা যাবে। প্রথমত রং ত্বকে লাগার পরেই চুলকানি, জ্বালাভাব এগুলি দেখা দিতে পারে। দ্বিতীয়ত হয়তো দোলের দিন আপনার কিছু হল না। কিন্তু কয়েকদিন পরে ত্বকে চুলকানি, জ্বালাভাব, র্যাশ ইত্যাদি উপসর্গ লক্ষ্য করা যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম উপসর্গগুলি দোলের দিন রং লাগার পরেই দেখা যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে দোল এক্টে যাওয়ার কয়েকদিন পরে সমস্যা দেখা দিতে পারে। যদি রঙের প্রভাবে সঙ্গে সঙ্গে লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে জ্বালাভাব বেশি অনুভূত হবে। আর তিন-চারদিন পরে সমস্যা দেখা দিলে চুলকানির মাত্রা বৃদ্ধি পাবে।
যদি কোনওভাবে চোখে রং লেগে যায় বা ঢুকে যায় তার ফলেও কিন্তু এইসব অস্বস্তিকর সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। মূলত চুলকানি, জ্বালাভাব লক্ষ্য করা যাবে।
কারও অ্যালার্জি থাকলে সেক্ষেত্রে হাঁচির সমস্যা লক্ষ্য করা যেতে পারে রং কিংবা আবির থেকে। রং হোক বা আবির, সবই আদতে কেমিক্যাল। তাই ক্ষতির সম্ভাবনা থেকেই যায়।
দোলের দিন রং খেলার সময় যদি উল্লিখিত সমস্যাগুলির মধ্যে কোনও কিছু লক্ষ্য করা যায় তাহলে কী কী করবেন, চলুন দেখে নেওয়া যাক।
ডক্টর ঘরামির কথায়, রং মাখার পর খানিকক্ষণের মধ্যেই যদি দেখেন ত্বক জ্বালা করছে বা চুলকাচ্ছে সবার আগে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে রং ধুয়ে ফেলুন।
ত্বকের যে অংশে সমস্যা হচ্ছে বুঝতে পারবেন সেখানে ক্রিম কিংবা ক্যালামাইন লোশন লাগাতে পারেন। যদি বুঝতে পারেন সমস্যা বাড়ছে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়াই মঙ্গলের।
ডক্টর ঘরামির কথায় কার ত্বকে কোন রং মাখলে কী হবে এটা বোঝা মুশকিল। কেউ যদি প্রথমবার দোল খেলেন তাহলে আগে থেকে কিছু বলা সমস্যার। তবে যদি ত্বক সেনসিটিভ হয় তাহলে সতর্ক থাকুন। নাহলে বিপদ বাড়বে।
যাঁরা আগেও দোল খেলেছেন এবং সমস্যায় পড়েছেন, তাঁরা রং এড়িয়ে চলাই ভাল। আজকাল যে অর্গ্যানিক আবির পাওয়া যায় সেটাও যে একদম ক্ষতিকারক নয়, এমনটা বলা সম্ভব নয়।
ফুলের রেণু দিয়ে অর্গ্যানিক আবির তৈরি হয়। যাঁদের কোনও রকমের অ্যালার্জি রয়েছে (বিশেষ করে ধরুন অ্যাজমা জাতীয়) তাঁদের জন্য এই ফুলের রেণু প্রভূত সমস্যা তৈরি করতে পারে। বাড়তে পারে শ্বাসকষ্টের সমস্যা। তাই সাবধান থাকা প্রয়োজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -