Dandruff Home Remedies: সহজ ঘরোয়া পদ্ধতিতেই দূর হবে খুসকির সমস্যা
খুসকি দূর করতে, প্রথমে ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিন। এবার ডিমের কুসুম স্কাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। খেয়াল রাখবেন, শ্যাম্পু ভালো করে না করলে চুল থেকে ডিমের গন্ধ বেরোতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটক দই ভালো করে ফেটিয়ে নিয়ে মাথার ত্বকে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
কমলালেবু যেমন উপকারী, কমলালেবুর খোসাও উপকারী। কমলালেবুর খোসার সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট স্কাল্পে ভালো করে লাগিয়ে দিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
কয়েকটা রসুনের কোয়া নিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট মাথার ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
প্রথমে জলে গ্রিন টি দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে যাওয়া পর সেই চা চুলে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
একটা পাত্রে মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে মিক্সিতে মেথির পেস্ট তৈরি করে নিন। তারপর সেই পেস্ট মাথার ত্বকে হালকা হাতে লাগিয়ে দিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
জলের সঙ্গে সম পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে রাখুন। চুলে ভালো করে শ্যাম্পু করার পর ভিনিগার আর জলের মিশ্রণটা চুলে লাগিয়ে দিন। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের জন্য দারুণ উপকারী অলিভ অয়েল। চুলে এবং মাথার ত্বকে অলিভ অয়েল ভালো করে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
প্রথমে কিছু নিমপাতা নিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট স্কাল্পে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে নিন।
দু চামচ নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্কাল্পে হালকা হাতে ভালো করে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর শ্য়াম্পু করে চুল ভালো করে ধুয়ে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -