Body Hair Removal Remedies: পুজোর আগে ভিড়ে ঠাসা পার্লার? ওয়্যাক্সিংয়ের পরিবর্তে ঘরোয়া উপায়ে তুলে ফেলুন অবাঞ্ছিত রোম
হাতে-পায়ে রোম একেবারেই সয় না কারও। তাই প্রতি মাসে ওয়্যাক্সিং করতে ছোটেন। কিন্তু পার্লারে যাওয়ার খরচ অনেক। ওয়্যাক্সিংয়ে কষ্টও হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছু ঘরোয়া টোটকা পরখ করে দেখতে পারেন। একবারে হয়ত সুফল পাবেন না, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন দেখতে পাবেন।
হলুদে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং ব্যাকটিরিয়া প্রতিরোধী উপাদান মজুত থাকে। দুধের মজুত ল্যাকটিক অ্যাসিড এক্সফোলিয়েট করে ত্বক। হলুদ এবং দুধের ঘন মিশ্রণ তৈরি করুন। ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে উষ্ণ গরম জলে ধুয়ে নিন।
সম পরিমাণ চিনি এবং লেবুর রস নিন। জল মিশিয়ে সসপ্যানে গরম হতে দিন। সোনালী হয়ে এলে ঠান্ডা হতে দিন। ত্বকের উপর লাগিয়ে পাতলা কাপড় দিয়ে টানলে রোম উঠে আসবে।
পেঁপেতে প্যাপাইন এনজাইম থাকে, যা চুলের ফলিকলগুলিকে দুর্বল করে দেয়। পেঁপে এবং হলুদের মিশ্রণ তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। উষ্ণ জলে ধুয়ে নিন।
ওটমিল এবং পাকা কলা চটকে মিশ্রণ তৈরি করুন। ত্বকের উপর লাগিয়ে গোল গোল করে মাসাজ করুন। কিছু ক্ষণ রেখে উষ্ণ গরম জলে ধুয়ে নিন।
বেসন এবং দইয়ের মিশ্রণ তৈরি করুন। ত্বকের উপর লাগিয়ে শুকোতে দিন। শুকিয়ে গেলে রোমের বৃদ্ধির বিপরীত দিকে হালকা হাতে ঘষুন। উষ্ণ জলে ধুয়ে নিন এর পর।
কাঁচা পেঁপে এবং অ্যালোভেরা জেল নিয়ে মিশ্রণ তৈরি করুন। ত্বকে লাগিয়ে মাসাজ করুন। এর পর ২০-২৫ মিনিট রেখে দিন। ধুয়ে নিন উষ্ণ জলে।
ডিমের সাদা অংশটিকে ভাল করে ফেটিয়ে নিতে হবে। ত্বকে লাগিয়ে রেখে উপরে টিস্যু চাপা দিন। শুকিয়ে গেলে টিস্যু ধরে টান দিন।
ওয়্যাক্সিং করালে রাসায়নিকের সংস্পর্শে অনেক সময় ত্বকের ক্ষতি হয়। ঘরোয়া উপায়ে সেই ঝুঁকি থাকে না। তবে ঘরোয়া টোটকা পরখ করার আগে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেওয়া ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -