Stress Management Tips: মানসিক চাপে জর্জরিত, অবসাদ কাটছেই না, বাড়িতে এই অভ্যাসগুলি করলে মিলতে পারে স্বস্তি
ছবি সূত্র- পিক্সেলস। দৈনন্দিন জীবনে কী কী নিয়ম মেনে চললে আপনার স্ট্রেসের মাত্রা কমবে, জেনে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র- পিক্সেলস। প্রতিদিন বেশ কিছুক্ষণের জন্য মেডিটেশন বা ধ্যান অভ্যাস করা জরুরি। সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন করতে পারলে সবচেয়ে ভাল।
ছবি সূত্র- পিক্সেলস। যাঁরা প্রথমবার ধ্যান শুরু করতে চলেছেন, তাঁরা ধীরে ধীরে সময়ের পরিমাণ বাড়ান। প্রথমে ৫ মিনিট দিয়ে মেডিটেশন শুরু করুন। তারপর সময় বাড়াতে হবে।
ছবি সূত্র- পিক্সেলস। যতক্ষণ বেশি সময় মেডিটেশন করতে পারবেন ততই লাভ হবে। ধীর, স্থির, শান্ত হবে আপনার মন। মেজাজ শান্ত থাকবে। স্ট্রেস সামাল দেওয়ার ক্ষমতা বাড়বে।
ছবি সূত্র- পিক্সেলস। নিয়মিত যোগাসন অভ্যাস করলে স্ট্রেসের মাত্রা কমবে। শরীর, মন চাঙ্গা হবে। স্ট্রেস হলেও তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
ছবি সূত্র- পিক্সেলস। প্রতিদিন সকালে অন্তত ৩০ মিনিট যোগাসন অভ্যাসের চেষ্টা করুন এবং অতি অবশ্যই প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে।
ছবি সূত্র- পিক্সেলস। বাড়িতে পোষ্য থাকলে তাদের সঙ্গে যতটা বেশি সময় পারবেন কাটান। পোষ্যদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকে সবসময়।
ছবি সূত্র- পিক্সেলস। এছাড়াও স্ট্রেসের মাত্রা খুব বাড়লে সম্ভব হলে ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে তা শেয়ার করুন। অনেকসময়েই মানসিক চাপ শেয়ার করলে সমস্যা কমে।
ছবি সূত্র- পিক্সেলস। আর স্ট্রেস যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে অতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কোনওভাবেই অবহেলা করা যাবে না।
ছবি সূত্র- পিক্সেলস। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -