Tricks to Keep Lizards Away: দেওয়াল জুড়ে তাদের দাপাদাপি? টিকটিকি তাড়ান এই সহজ উপায়ে
বাড়ির দেওয়ালে টিকটিকির ঘোরাফেরা নিয়ে নানাজনের নানা মত। বয়স্কদের মতে বাড়িতে টিকটিকি থাকা ভাল। অনেকে আবার টিকটিকি দেখলেই আঁতকে ওঠেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘর থেকে টিকটিকি তাড়াতে পারলে বাঁচেন অনেকে। কিন্তু সারা বাড়ি দৌড়ে বেড়াতে কারই বা ভাল লাগে? তবে কিছু নিয়ম মেনে চললে, ঘরে টিকটিকি ঢুকবেই না।
রসুন, কফি, তামাক এবং লঙ্কাগুড়োর গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। ঘরের কোণে কোণে একটুকরো পেঁয়াজ বা রসুন, অথবা লঙ্কাগুঁড়ো খোলা অবস্থায় রেখে দিতে পারেন।
বাড়িতে ভিনিগার থাকলেও টিকটিকির উপদ্রব থেকে নিস্তার পাওয়া সম্ভব। সম পরিমাণ ভিনিগার এবং জল মিশিয়ে নিন বাটিতে। কাপড় ভিজিয়ে এর পর কিচেন ক্যাবিনেট, ডাইনিং টেবিল মুছে নিন। খাবারের দাগ, গন্ধ, ময়লা না দেখতে পেলে টিকটিকি আসবে না।
ঘরের কোণে, জানলা বা দরজায় ময়ূরের পেখম রেখে দিতে পারেন। ময়ূর টিকটিকি খায়। তাই পেখম দেখে ধারেকাছেও ঘেঁষবে না টিকটিকি।
শুধু আলমারির ভিতরেই নয়,ডাইনিং টেবিল, কিচেন ক্যাবিনেটেও ন্যাপথলিন রেখে দিতে পারেন। এতে টিকটিকি ঘেঁষবে না। তবে খেয়াল রাখবেন। বাড়িতে ছোটরা যেন ন্যাপথলিন মুখে না পুরে ফেলে।
বাড়ির চারপাশে ঝোপঝাড় হতে দেবেন না। স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় পোকা-মাকড় জমলেও টিকটিকির আগমন ঘটে।
উষ্ণ পরিবেশ পছন্দ টিকটিকির। ঠান্ডা জায়গায় থাকতে পারে না। এসি চালালেও ঘরে থাকতে পারবে না টিকটিকি।
এঁটো, উদ্বৃত্ত খাবার খোলা ফেলে রাখবেন না। রান্নাঘর, ডাইনিং টেবিল পরিষ্কার রাখুন। ডাস্টবিনে দীর্ঘদিন ময়লা জমতে দেবেন না।
ডিমের খোসার তীব্র গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। অসুস্থ বোধ করে তারা। একসঙ্গে অনেক ডিমের খোসা জমা করে রাখলে ভয় পায় তারা। টিকটিকি তাড়াতে এটিও ট্রাই করে দেখতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -