Sleeping Technique: ঘুমিয়ে ঘুমিয়েই রোগা হওয়া যায়? রইল সেই কৌশল

pexels-ivan-oboleninov-935777

1/7
ঘুমের সঙ্গে ওজনের রয়েছে বিশেষ যোগসূত্র। শরীরে সঠিক সময়মতো ঘুম খুব উপকারী। ঘুম যদি ঠিকমতো হয় তাহলে শরীরে বিপাকক্রিয়া সুসম্পন্ন হয়।
2/7
যদি দিনে অন্তত পক্ষে ৭ ঘণ্টা ঘুমানো যায় তাহলে ওজন কমতে পারে। আর যাঁরা ৫ ঘণ্টার মতো সময় ঘুমান তাঁদের ওজন বাড়তে পারে ৩২ শতাংশের বেশি।
3/7
ঘুমের সময় চাদর গায়ে দিয়ে ঘুমানোর অভ্যাস একেবারেই ভালো নয় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
4/7
শরীরে চাদর জড়িয়ে ঘুমালে বিপাকের হার কমে যায়। আর তাতেই তৈরী হয় নানা সমস্যা। শরীরে ফ্যাট জমতে শুরু করে।
5/7
বিশেষজ্ঞরা বলছেন, রাতে স্নান করে ঘুমাতে গেলে শরীরে বিপাকের হার অনেক বেড়ে যায়। আর সেই কারণে ওজন কমে।
6/7
ঘুমের পাশাপাশি খাবারের তালিকায় উপযুক্ত প্রোটিন থাকলে খুব সহজেই শরীরের ওজন কমানো যায়। তাই প্রতিটি মানুষের প্রোটিন যুক্ত খাবার খাওয়া অবশ্যই দরকার।
7/7
প্রোটিনের কারণে ঘুমের সময় বিপাক ত্বরান্বিত হয় বলে তখন মাসল তৈরি হয় এবং শরীর থেকে দূর হয় ফ্যাট। আর ওজন খুব তাড়াতাড়ি কমতে শুরু করে।
Sponsored Links by Taboola