Health Tips: পুজোয় রোদে ঘুরে সারা শরীরে ট্যান পড়েছে? ঘরোয়া উপায়ই মিলবে প্রতিকার
রোদে পুরে শরীরে ট্যান ধরছে। ঘরোয়া উপায় কীভাবে দূর করবেন জানেন? বেসনে এক চামচ হলুদ যোগ করুন এবং জল বা দুধ যোগ করে একটি পাতলা পেস্ট তৈরি করুন আর তা হাতে ও শরীরে মাখুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই পেস্টটিকে মুখে লাগান ধীরে ধীরে। এরপর এটি শুকিয়ে যাওয়ার আগে স্ক্রাব করুন। ঔজ্জ্বল্য ফুটে উঠবে আপনার মুখের।
মুসুরি ডাল ও অ্যালোভেরা জেলের সংমিশ্রণও মাখতে পারেন আপনার শরীরে। প্রায় আধঘণ্টার মত রেখে তা তুলে ফেলুন।
টক দইয়ের প্যাক ভীষণভাবে কার্যকরী এই ট্য়ান দূর করতে। ত্বকের আর্দ্রতাও ধরে রাখতে সাহায্য করে তা।
রোদে পুরে গেলে যাঁদের ত্বকে তার প্রভাব ভীষণভাে দেখা যায়, সেক্ষেত্রে সানস্ক্রিম মেখে রাস্তায় বেরোবেন। তাহলে কিছুটা নিস্তার মিলবে।
অনেকেই স্লিভলেস ড্রেস পড়তে পছন্দ করেন। কিন্তু আপনার যদি ট্য়ান হয় অতিরিক্ত। তবে ফুলস্লিভ ড্রেস পরুন।
মধু ও পেপে খুব উপকারী একটি খাদ্য শরীরের জন্য। এর সংমিশ্রণও আপনি ব্যবহার করতে পারেন। পেস্ট বানিয়ে তা মাখুন শরীরে। ট্যান দূর হবেই।
মুখ পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে উঠে ও রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই মুখ পরিষ্কার করুন। ফেসওয়াশ ব্যবহার করতে পারেন আপনি প্রয়োজনে।
ত্বক তৈলাক্ত হলেও জেল ময়শ্চারাইজার লাগাতে পারেন। এক্ষেত্রে ত্বকের উজ্জ্বলতা আরও বাড়ে। আপনাকে আরও ঝকঝকে মনে হবে।
শশার রস ভীষণ প্রয়োজনীয় ত্বকের জন্য। সানবার্নের ব্যথা কমাতেও সাহায্য করে। শশার প্যাকও লাগাতে পারেন চোখের মুখে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -