Skin Care With Milk: ত্বক মোলায়েম রাখতে ও জেল্লা ফেরাতে পরিচর্যা হোক কাঁচা দুধের পরশে
ত্বকের যত্ন নেওয়ার জন্য কাঁচা দুধের ব্যবহার যদি করা সম্ভব হয়, তাহলে তার থেকে ভাল আর কিছুই হয় না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্রনর সমস্যা থেকে শুরু করে কালচে দাগছোপ, র্যাশ এমনকি বলিরেখার সমস্যা কমাতেও সাহায্য করে এই দুধ।
ক্লেনজার হিসেবে কাঁচা দুধের জুড়ি মেলা ভার। ত্বক আর্দ্র রাখতে খুব ভাল ময়শ্চারাইজার হিসেবে কাজে লাগে কাঁচা দুধ।
শুধু দুধ নয়, দুধের সরও ত্বকের যত্নে খুব ভালভাবে কাজে লাগে। ত্বকের মোলায়েম ভাব বজায় রাখতে ও উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে কাঁচা দুধ।
বাইরে থেকে বাড়ি ফিরে ফ্রিজে রাখা কাঁচা দুধ তুলোয় ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন। কয়েকদিন টানা এটা করলে নিজের ত্বকের মোলায়েম ভাব ও উজ্জ্বলতা বুঝতেই পারবেন।
ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রন, র্যাশ, কালচে দাগছোপ, ডার্ক সার্কল, বলিরেখা- এই সবকিছুরই দাওয়াই দুধ।
ঘরোয়া পদ্ধতিতে ফেস বা বডি প্যাক কিংবা স্ক্রাব তৈরি করলে মিশিয়ে নিতে পারেন কাঁচা দুধ।
দুধের সর আর হলুদ মিশিয়েও খুব ভালভাবে মুখে স্ক্রাব করা যায়। এর প্রভাবে ত্বকের জেল্লা ফেরে।
দুধ আর গোলাপ জল মিশিয়েও তৈরি করতে পারেন ফেস ক্লেনজার বা টোনার। শুধু দুধও ক্লেনজার হিসেবে খুব ভালভাবে কাজ করে।
দুধের পুষ্টিগুণ সকলেরই জানা। তবে রূপচর্চাতেও যে দুধ এত ভালভাবে কাজ করে তা হয়তো অনেকেরই জানা ছিল না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -