সারাদিন খিদে পাচ্ছে? এই ভুলগুলো শুধরে নিলেই সমস্যার সমাধান
অতিরিক্ত মানসিক চাপের কারণে বারবার খিদে পেতে পারে। সেকারণেই ডিপ্রেশন স্হূলতার অন্যতম কারণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখাদ্যে পর্যাপ্ত প্রোটিন, ফ্যাট না থাকলে দেহে ঠিক মতো পুষ্টি পৌঁছয় না। ফলে বারবার খিদে পেতে পারে।
পরিমাণ মতো জল না খেলেও বারবার খিদে পায়।
অতিরিক্ত সোডা, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি খাওয়াতেও খিদে বাড়তে পারে। সারাদিনই এই জাতীয় রিফাইন্ড ফুড খাওয়ার প্রবণতা বাড়ে।
ফাইবার সমৃদ্ধ খাবার খান। এতে দীর্ঘ সময়ে পেট ভর্তি থাকবে এবং বারবার খিদে পাবে না।
হতে পারে আপনার কোনও ওষুধ চলছে। এমন কোনও বিশেষ ক্ষেত্রে ওষুধও খিদে বাড়িয়ে দিতে পারে।
অতিরিক্ত মদ্যপানেও এই একই সমস্যা হতে পারে। বারবার খাওয়ার ফলে মেদও বাড়তে থাকে। কাজেই এ বিষয়ে সচেতন হন আজই।
ক্যালোরি রয়েছে এণন খাবার খেলে খিদে পায় সারাদিন। এতে আপনি যাই খাবেন মনে হতে পারে পেট ভরেনি।
যে বা যাঁরা প্রয়োজনের অতিরিক্ত ব্যায়াম করেন তাঁদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়।
খেতে খেতে কথা বললে বা অন্যকাজ করলে খাবার ঠিক মতো হজম হয় না। ফলে শরীরে পুষ্টিগুণও পৌঁছয় না। এই কারণেও বারবার খিদে পায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -