সারাদিন খিদে পাচ্ছে? এই ভুলগুলো শুধরে নিলেই সমস্যার সমাধান
ফাইল ছবি
1/10
অতিরিক্ত মানসিক চাপের কারণে বারবার খিদে পেতে পারে। সেকারণেই ডিপ্রেশন স্হূলতার অন্যতম কারণ।
2/10
খাদ্যে পর্যাপ্ত প্রোটিন, ফ্যাট না থাকলে দেহে ঠিক মতো পুষ্টি পৌঁছয় না। ফলে বারবার খিদে পেতে পারে।
3/10
পরিমাণ মতো জল না খেলেও বারবার খিদে পায়।
4/10
অতিরিক্ত সোডা, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি খাওয়াতেও খিদে বাড়তে পারে। সারাদিনই এই জাতীয় রিফাইন্ড ফুড খাওয়ার প্রবণতা বাড়ে।
5/10
ফাইবার সমৃদ্ধ খাবার খান। এতে দীর্ঘ সময়ে পেট ভর্তি থাকবে এবং বারবার খিদে পাবে না।
6/10
হতে পারে আপনার কোনও ওষুধ চলছে। এমন কোনও বিশেষ ক্ষেত্রে ওষুধও খিদে বাড়িয়ে দিতে পারে।
7/10
অতিরিক্ত মদ্যপানেও এই একই সমস্যা হতে পারে। বারবার খাওয়ার ফলে মেদও বাড়তে থাকে। কাজেই এ বিষয়ে সচেতন হন আজই।
8/10
ক্যালোরি রয়েছে এণন খাবার খেলে খিদে পায় সারাদিন। এতে আপনি যাই খাবেন মনে হতে পারে পেট ভরেনি।
9/10
যে বা যাঁরা প্রয়োজনের অতিরিক্ত ব্যায়াম করেন তাঁদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়।
10/10
খেতে খেতে কথা বললে বা অন্যকাজ করলে খাবার ঠিক মতো হজম হয় না। ফলে শরীরে পুষ্টিগুণও পৌঁছয় না। এই কারণেও বারবার খিদে পায়।
Published at : 20 Aug 2021 03:24 PM (IST)