Mushroom: ডায়াবেটিকদের জন্য উপকারী, চর্মরোগও সারায়, পুষ্টিগুণে ভরপুর মারশুম
গর্ভবতী মা ও শিশুদের রোগ প্রতিরোধে উপকারী মাশরুম। এতে ভিটামিন ও মিনারেলের এমন সমন্বয় আছে যা শরীরের ইমিউন সিষ্টেমকে উন্নত করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফ্যাট ও শর্করা কম এবং ফাইবার বেশি থাকায় বহুমুত্র বা ডায়াবেটিস রোগীর জন্য মাশরুম বিশেষ উপকারী।
চর্মরোগ নিরাময়ে মাশরুম বিশেষভাবে উপকারী। ঝিনুক মাশরুমের নির্যাস থেকে খুশকি প্রতিরোধী ঔষধ তৈরি করা হয়।
মাশরুমে কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন, লোভাষ্টটিন, এনটাডেনিন, কিটিন এবং ভিটামিন বি,সি ও ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিরাময় হয়
মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম,ফসফরাস ও ভিটামিন ডি আছে। শিশুদের দাঁত ও হাড় গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকরী।
মাশরুমে ইলুডিন এম ও এস থাকাতে আমাশয়ে উপকারী
মাশরুমে পর্যাপ্ত পরিমাণ এনজাইম বিশেষত ট্রিপসিন এবং অগ্ন্যাশয় থেকে নির্গত জারকরস আছে বলে মাশরুম খাদ্য পরিপাক ও হজমে সাহায্য করে
মাশরুমে প্রচুর পরিমাণে সালফার সরবরাহকারী এমাইনো অ্যাসিড থাকায় এটা নিয়মিত খেলে চুল পড়া ও পাকা প্রতিরোধ করে
মাশরুমের খনিজ লবণ চোখের দৃষ্টিশক্তি রক্ষার জন্যও কার্যকরী
মাশরুমে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড,লৌহ এবং লিংকজাই-৮ নামক এমাইনো এসিড থাকায় হেপাটাইটিস-বি ও জন্ডিসের প্রতিরোধক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -