Exit Poll 2024
(Source: Poll of Polls)
Holi 2024:'মক ফাইট'-এর সঙ্গে অস্ত্র প্রদর্শনী, রঙের উৎসবের নাম এখানে 'হোলা মহল্লা'! জানেন কোথায়?
বছর ঘুরে ফের এসে গিয়েছে রঙের উৎসব। আনন্দ, হুল্লোড়, রং-সবটা নিয়েই বাঙালির দোলপূর্ণিমা। তবে এই দেশের নানা অংশে এই উৎসব নানা মেজাজে পালন করা হয়। পঞ্জাবের কথাই ধরা যাক। এখানে যেমন এই উৎসবের নাম 'হোলা মহল্লা।' (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকী কী হয় হোলা মহল্লায়? 'মক ফাইট'-র পাশাপাশি অস্ত্র প্রদর্শনী তিনদিনব্যাপী এই উৎসবের অন্যতম বৈশিষ্ট্য। (ছবি:PTI)
তবে শুধুই যে সামরিক মেজাজ এই উৎসবের মূল কথা, তা নয়। কীর্তন, গান এবং কবিতা প্রতিযোগিতাও হয়ে থাকে এই উৎসবে।(ছবি:PTI)
যদিও প্রথম আকর্ষণ 'মক ফাইট'-ই। সত্যিকারের অস্ত্র নিয়ে রোমহর্ষক সব প্রদর্শনী করেন অনেকে। ঘোড়সওয়ারি, ছুটন্ত ঘোড়াদের পিঠে দুই পা দিয়ে দাঁড়িয়ে থাকা-সহ আরও নানা কসরৎ দেখানো হয়।(ছবি:PTI)
ইতিহাসবিদরা মনে করেন, অতীতের লড়াইকে সম্মান জানাতেই এই উৎসব। খেলাযুদ্ধের পাশাপাশি অবশ্য ধর্মপ্রাণ শিখরা এই সময় 'লঙ্গর'সেবাতেও হাত লাগান। কিন্তু কোন অতীতকে মনে রেখে 'হোলা মহল্লা'-য় মেতে ওঠেন পঞ্জাবের মানুষ? (ছবি:PTI)
ইতিহাস বলছে, সময়টা ১৭০১ ক্রিস্টাব্দ। শিবালিক পর্বতের সানুদেশে 'আনন্দপুর সাহিব' শহরে প্রথম এই উৎসব উপলক্ষ্যে 'খেলাযুদ্ধ' করেছিলেন গুরু গোবিন্দ সিংহ। চরনগঙ্গা নদীর তিরে এই উৎসবে সামরিক শক্তি প্রদর্শন করাই রীতি যা চলে আসছে গুরু গোবিন্দ সিংহের আমল থেকে।(ছবি:PTI)
'হোলা' কথাটি আসলে 'হোলি' শব্দের পুরুষ-প্রতিশব্দ। আর পঞ্জাবি ভাষায় 'মহল্লা' কথাটির মানে সুশৃঙ্খল মিছিল। আরও নির্দিষ্ট করে বললে, সেনাবাহিনীর নিয়মনীতি মেনে তৈরি মিছিলের সারি। তবে দুটি শব্দ একসঙ্গে মিলে গেলে যা দাঁড়ায় তার অর্থ 'মক ফাইট'। এই উৎসব আসলে 'মক ফাইট'-র যেখানে কাড়া-নাকাড়া বাজিয়ে, রণসাজে খেলাযুদ্ধ চলে। (ছবি:PTI)
গুরু গোবিন্দ সিংহের 'নাইট' হিসেবে নিহাঙ্গ শিখদের মধ্যে এই উৎসব নিয়ে উৎসাহ সবচেয়ে বেশি। অস্ত্রের ব্যবহার থেকে খেলাযুদ্ধ, সবেতেই মূলত অংশ নেন নিহাঙ্গ শিখ সম্প্রদায়ের মানুষজন। উৎসবের শেষ দিনে এক বিশাল মিছিল শিখদের অত্যন্ত পবিত্র পাঁচ ধর্মস্থানে সফর করে। সবটাই হয় 'হোলি'-র সময়ে। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -