Celebrities Child First Pic: বলিউডের এই তারকাদের সন্তানের প্রথম ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়
বলিউডের তারকা সন্তানরা বরাবরই প্রচারে আলোয় থাকে। অনুরাগীরা তাঁদের পছন্দের তারকার সন্তানের জন্মের পরই ছবি দেখতে মুখিয়ে থাকেন। আর সেই সদ্যোজাতর ছবি সামনে আসার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিগত দিনে কপিল শর্মা ছেলে ত্রিশানের প্রথম ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল তাঁর মেয়ে আনায়ারাকে। কয়েক বছর আগেই তো করিনা কপূরের বড় ছেলে তৈমুরের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার মেয়ে সামিশার জন্ম হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। স্যারোগেসির মাধ্যমে শিল্পার মেয়ের জন্ম হয়েছিল। শিল্পা মেয়ের প্রথম জন্মদিনে তার প্রথম ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন।
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সন্তানের জন্ম হয়েছিল ২০২১-র ১১ জানুয়ারি। তারকা দম্পতি মেয়ের জন্মের একমাস পর তার প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তবে সেই ছবিতে এবং পরে প্রকাশিত সব ছবিতেই মেয়ের মুখ আড়ালেই রেখেছেন তাঁরা।
মীরা রাজপুত ও শাহিদ কপূরের কনিষ্ঠ সন্তান জৈন কপূরের প্রথম ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। জৈনের জন্ম হয়েছিল ২০১৮-তে।
রানি মুখার্জীর মেয়ে আদিরার ছবি দেখার জন্য অনুরাগীরা মুখিয়ে ছিলেন। কিন্তু রানি মেয়ের ছবি সোশ্যাল মিডিয়া থেকে এড়িয়েই রেখেছিলেন। আদিরার একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে তাকে তার মায়ের কোলে শুয়ে থাকতে দেখা গিয়েছিল।আদিরা এখন পাঁচ বছরের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -