Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Signs of Narcissism:বাড়াবাড়ি রকম Narcissism আশপাশে? চিনবেন কী করে?
নিজের সম্পর্কে অবাস্তব বা বাস্তবের সঙ্গে অসমঞ্জস অত্যন্ত ইতিবাচক ধারণা নিয়ে চলেন, এমন মানুষ কম-বেশি আমাদের প্রত্য়েকেরই হয়তো চেনা। তাঁদের কাছে সব দিকে তাঁরাই সেরা। বাকিরা সে অর্থে তেমন কল্কে পান না। কথ্য ভাষায়, আমাদের অনেকেই এই ধরনের আচার-আচরণকে Narcissism বলে অভিহিত করে থাকি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনোবিদদের মতে, Narcissism আসলে একটি 'পার্সোনালিটি ট্রেট'। সোজা কথায়, ব্যক্তিত্বের একটি দিক। কারও কারও ক্ষেত্রে এর মাত্রা এতটাই বেশি হতে পারে যে, আলাদা 'ক্লিনিকাল ডায়াগনিস' জরুরি হয়ে পড়ে। তবে তার জন্য পৃথক বিজ্ঞানসম্মত মূল্যায়ন পদ্ধতি রয়েছে। সেই জটিলতা না গিয়ে সাধারণ ভাবে Narcissism কী বুঝতে হলে, কয়েকটি লক্ষণের কথা খেয়াল করা যেতে পারে। (ছবি:PIXABAY)
সাধারণ ভাবে দেখা যায়, এঁরা নিজেদের সম্পর্কে অত্যন্ত উঁচু ও ইতিবাচক ধারণা পোষণ করছেন। সেই ধারণা এতটাই দৃঢ় যে তার নিরিখে বাকিদের হেয় জ্ঞান করাও এঁদের কাছে স্বাভাবিক বিষয়। (ছবি:PIXABAY)
অন্যের জন্য কোনও সহানুভূতি বা সমানুভূতি এঁদের প্রায় থাকে না বললেই চলে। Narcissism- মাত্রাতিরিক্ত রয়েছে, এমন মানুষের চাহিদা একটাই-তাঁদের সম্পর্কে অন্তহীন ইতিবাচক মূল্যায়ন। (ছবি:PIXABAY)
নিজের চাহিদা এবং দাবিপূরণই এঁদের কাছে শেষ কথা। তাতে অন্যের কোনও অসুবিধা হল কী না, এই নিয়ে সাধারণ ভাবে এঁদের খুব একটা ব্যতিব্যস্ত হতে দেখা যায় না। নিজেদের দাবিপূরণে যে কোনও পর্যায় পর্যন্ত কাউকে নিপীড়ন করতে পারেন এঁরা। (ছবি:PIXABAY)
নিজেদের কোনও ভুল স্বীকারে সচরাচর রাজি হন না এঁরা। বরং কী ভাবে নিজেদের করা ভুলের দায় অন্যের ঘাড়ে চাপানো যায়, সেই চেষ্টাই থাকে এঁদের। (ছবি:PIXABAY)
মাত্রাতিরিক্ত Narcissism- রয়েছে এমন মানুষ, কোনও ধরনের সমালোচনা সহজ ভাবে নিতে পারেন না। সমালোচনায় অত্যন্ত রূঢ় প্রতিক্রিয়া হয় এঁদের। যেনতেন প্রকারেণ নিজেদের সম্পর্কে ইতিবাচক মনোভাব অটুট রাখাই একমাত্র লক্ষ্য এই ধরনের মানুষদের। (ছবি:PIXABAY)
২০০২ সালে Delroy L. Paulhus and Kevin M. Williams নামে দুই গবেষক Narcissism, Machiavellianism এবং psychopathy নামে ব্যক্তিত্বের তিনটি নেতিবাচক দিকের কথা প্রথম গোটা বিশ্বকে জানিয়েছিলেন। একত্রে এই তিনটিকে Dark Triad বলা হয়। মনোবিজ্ঞানীদের মতে, তিনটি ভাবনার মধ্যে ফারাক থাকলেও কিছু অবিশ্বাস্য মিলও রয়েছে। তার মধ্যে একটি বিষয় লক্ষণীয়। যাঁদের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য বেশি মাত্রায় থাকে, সাধারণত তাঁরা নিজের উদ্দেশ্যপূরণের জন্য যে কোনও পর্যায়ে যেতে পারেন। তবে সব সময় যে একনজরেই এঁদের চেনা যায় এমন নয়। এঁদের অনেকেই ব্যবহারিক জীবনে অত্যন্ত সফল। Narcissism-র ক্ষেত্রেই এমন জীবন দেখা যায়। কাজেই মানুষ চেনার আগে একটু সাবধান হওয়া দরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -