Lifestyle: অ্যানিমিয়া-রোধে কী খাওয়া দরকার?

Anemia:অ্যানিমিয়া বা রক্তাল্পতা। সোজা কথায় আয়রনের অভাবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া। আজকের দিনে চেনা সমস্যা। কিন্তু সমস্যা সামলাতে কী করবেন?

অ্যানিমিয়া-রোধে কী খাওয়া দরকার?

1/8
অ্যানিমিয়া বা রক্তাল্পতা। সোজা কথায় আয়রনের অভাবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া। আজকের দিনে চেনা সমস্যা। কিন্তু সমস্যা সামলাতে কী করবেন?
2/8
কয়েকটি খাবারের কথা অতি অবশ্যই মাথায় রাখা দরকার। বিশেষজ্ঞদের মতে, এতে অ্যানিমিয়া আটকানো সহজ হবে।
3/8
তালিকায় প্রথমেই থাকবে বেদানা। জরুরি ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ এই ফলে আয়রনের অভাব দূর করে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।
4/8
একই ভূমিকা পালন করে কিউয়ি, আপেল, কমলালেবু।
5/8
সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডস, চিয়া সিডসের মতো একাধিক বীজেও একই উপকার হয়।
6/8
পালংশাক, ব্রকোলির মতো সবুজ শাকসবজিও খাওয়া জরুরি, মনে করাচ্ছেন বিশেষজ্ঞরা।
7/8
বাদামও রয়েছে এই তালিকায়। বহু সময় আয়রনের অভাব মোকাবিলায় কাজুবাদাম,কাঠবাদাম, চিনেবাদাম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
8/8
তবে এর পরও সমস্যা না কমলে চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি।
Sponsored Links by Taboola