Nail Care Tips: বর্ষাকালে নখের যত্ন নিতে মেনে চলুন এই নিয়মগুলি
বর্ষাকালে নখের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নখের হাইজিন বা স্বাস্থ্য ভাল রাখার জন্য তাই কিছু সহজ নিয়ম মেনে চলা দরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্ষার মরশুমে নখে অনেকসময় বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দিতে পারে। এইসব সমস্যা এড়িয়ে চলার জন্য কী কী করতে হবে একনজরে দেখে নেওয়া যাক।
অনেকেই বড় নখ রাখতে পছন্দ করেন। তবে বর্ষাকালে এই অভ্যাস ত্যাগ করলেই মঙ্গল। নখের ভিতর কোনও ভাবেই যাতে ব্যাকটেরিয়া জমে ইনফেকশন না হয় সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
হাল্কা গরম জল আর সাবান (লিকুইড হলে ভাল) দিয়ে হাত এবং নখ পরিষ্কার করুন। মূলত বাড়ির বাইরে বেরোলে বাড়ি ফিরে এভাবে হাতের নখ পরিষ্কার করুন।
ইনফেকশন এড়াতে নখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। সারা বছরই এই অভ্যাস ভাল। শুধু হাত নয়, যত্ন প্রয়োজন পায়ের নখেরও।
বাইরের কাদা-জল থেকে বাড়ি ফিরে আগে গরম জলে পা ডুবিয়ে তারপর ব্রাশ আর সাবান দিয়ে ঘষে ঘষে নখ পরিষ্কার করুন।
নখের কোণে যাতে ময়লা জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। বর্ষার মরশুমে নিয়মিত ভাবে নখ পরিষ্কার করা প্রয়োজন।
হাতে-পায়ে যখন ময়শ্চারাইজার লাগিয়ে রাখেন, তখন নখেও ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এতে নখ নরম থাকবে। রুক্ষ-শুষ্ক হবে না।
নখ কেটে ছোট করে রাখাই বর্ষাকালের জন্য ভাল। এর পাশাপাশি হাতে পায়ের জল সবসময় মুছে রাখবেন। নখ ভেজা থাকলেও ইনফেকশন হতে পারে।
নেলপলিশ পরতে পছন্দ করলে নেলপলিশ পরে থাকুন। এর ফলে নখ অনেক বেশি প্রোটেক্টেড থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -