Plant Tips: গাছের শখ? ছোট্ট বাগানের জন্য বাড়িতেই তৈরি করুন সার
ঘরে অনেকেই গাছ রাখেন। তার যত্নআত্তিও করতে হবে। গাছ ভাল রাখতে গেলে নজর দিতে হবে মাটিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাছের বৃদ্ধির জন্য প্রয়োজন সার। তবে সেটা জৈব সার হলেই ভাল। বিভিন্ন ধরনের গাছের জন্য বিভিন্ন ধরনের কম্পোস্ট তৈরি করা যায়।
বাড়িতেই সহজে বানানো যায় এই ধরনের কম্পোস্ট। খাবার, আনাজের খোসা, তরকারির ফেলে দেওয়া অংশ পচিয়ে সহজেই তৈরি করা যায় কম্পোস্ট।
ফল ও আনাজের বাতিল অংশ, কফির গুঁড়ো, ডিমের খোলস, গাছের পাতা, ফুল- এসব কিছুই কাজে লাগানো যায় ভাল কম্পোস্ট বানানোর জন্য।
প্রথমেই একটি বালতিতে বা মাটিতে গর্ত করে আগে বলা জিনিসগুলো ফেলে দিতে হবে। অন্তত ফুট তিনেক গভীর হলে ভাল। প্রতিদিন ফেলে ফেলে জমানোও যায় এই বর্জ্য।
এরপর সেই জায়গায় অল্প করে জলের ছিটে দিতে হবে। জলের আর্দ্রতা থেকেই কম্পোস্ট তৈরির কাজ শুর হবে। প্রতিদিনই অল্প অল্প করে জল দিতে হবে, যাতে ভেজা ভাব বজায় থাকে।
এরপর কম্পোস্ট জমাট যাতে না বাঁধে তা দেখতে হবে। তার জন্য কোনও লাঠি দিয়ে ওই কম্পোস্ট বারবার ঘেঁটে দিতে হবে বা নাড়িয়ে দিতে হবে।
এভাবেই নির্দিষ্ট দিন পরে আWর্দ্রতা চলে গিয়ে শুকনো ও ঝুরঝুরে হয়ে যাবে কম্পোস্ট। তারপর সেটা বাগানে গাছের গোড়া দেওয়া যাবে। মরসুমের শুরুতেই মাটিতে কম্পোস্ট মিশিয়ে দেওয়া ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -