Plant Tips: গাছের শখ? ছোট্ট বাগানের জন্য বাড়িতেই তৈরি করুন সার
Vermi compost Making: খাবার, আনাজের খোসা, তরকারির ফেলে দেওয়া অংশ পচিয়ে সহজেই তৈরি করা যায় কম্পোস্ট।
নিজস্ব চিত্র
1/8
ঘরে অনেকেই গাছ রাখেন। তার যত্নআত্তিও করতে হবে। গাছ ভাল রাখতে গেলে নজর দিতে হবে মাটিতে।
2/8
গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন সার। তবে সেটা জৈব সার হলেই ভাল। বিভিন্ন ধরনের গাছের জন্য বিভিন্ন ধরনের কম্পোস্ট তৈরি করা যায়।
3/8
বাড়িতেই সহজে বানানো যায় এই ধরনের কম্পোস্ট। খাবার, আনাজের খোসা, তরকারির ফেলে দেওয়া অংশ পচিয়ে সহজেই তৈরি করা যায় কম্পোস্ট।
4/8
ফল ও আনাজের বাতিল অংশ, কফির গুঁড়ো, ডিমের খোলস, গাছের পাতা, ফুল- এসব কিছুই কাজে লাগানো যায় ভাল কম্পোস্ট বানানোর জন্য।
5/8
প্রথমেই একটি বালতিতে বা মাটিতে গর্ত করে আগে বলা জিনিসগুলো ফেলে দিতে হবে। অন্তত ফুট তিনেক গভীর হলে ভাল। প্রতিদিন ফেলে ফেলে জমানোও যায় এই বর্জ্য।
6/8
এরপর সেই জায়গায় অল্প করে জলের ছিটে দিতে হবে। জলের আর্দ্রতা থেকেই কম্পোস্ট তৈরির কাজ শুর হবে। প্রতিদিনই অল্প অল্প করে জল দিতে হবে, যাতে ভেজা ভাব বজায় থাকে।
7/8
এরপর কম্পোস্ট জমাট যাতে না বাঁধে তা দেখতে হবে। তার জন্য কোনও লাঠি দিয়ে ওই কম্পোস্ট বারবার ঘেঁটে দিতে হবে বা নাড়িয়ে দিতে হবে।
8/8
এভাবেই নির্দিষ্ট দিন পরে আWর্দ্রতা চলে গিয়ে শুকনো ও ঝুরঝুরে হয়ে যাবে কম্পোস্ট। তারপর সেটা বাগানে গাছের গোড়া দেওয়া যাবে। মরসুমের শুরুতেই মাটিতে কম্পোস্ট মিশিয়ে দেওয়া ভাল।
Published at : 22 May 2023 07:27 PM (IST)