Cloves Benefits: বদহজম থেকে আর্থ্রাইটিসে সমস্যা, রোজ রয়েকটা লবঙ্গ খেলেই সহজ হবে সমাধান
দাঁতের ব্যথা দূর করে লবঙ্গ বা লবঙ্গ তেল অত্যন্ত কার্যকরী । দাঁতের ব্যথা কমানোর পাশাপাশি মাড়ির ক্ষয়ও নিরাময় করে এটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলবঙ্গে ম্যাঙ্গানিজ থাকে। এটি মস্তিষ্কের বিভিন্ন কাজকর্ম সুষ্ঠু রাখতে ও হাড় শক্ত করতে এই উপাদান খুব জরুরি। ম্যাঙ্গানিজের একটি উৎকৃষ্ট উৎস হল লবঙ্গ।
লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ফ্রি ব়্যাডিকলস কমাতে সাহায্য করে। লবঙ্গের একটি উপাদান হল ইউজেনল, যা প্রাকৃতিক অ্যান্টি- অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
প্রতিদিন লবঙ্গ খেলে গলায় সংক্রমণ হাত থেকে রেহাই পাওয়া যায়। বুকের জমে থাকা কফ বের হয়ে যায়।
লবঙ্গে থাকা আরেকটি উপাদান হল নাইজেরিসিন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এই উপাদান শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেয়, পাশাপাশি ইনসুলিন উৎপাদনকারী কোষগুলির কার্যক্ষমতা বাড়ায় এটি।
ডায়াবিটিস নিয়ন্ত্রণেও লবঙ্গের কার্যকরী ভূমিকা রয়েছে। কয়েকটি পরীক্ষায় দেখা গিয়েছে, লবঙ্গের উপাদান হাড়ের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।
লবঙ্গ সর্দি-কাশি ও ঠাণ্ডা লাগা কমায়। সর্দিকাশির মহৌষধ হিসেবে লবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতেও লবঙ্গের কার্যকরী ভূমিকা রয়েছে। এছাড়াও রক্ত পরিশোধন করতে বিশেষ ভূমিকা পালন করে এটি। লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে রক্তকে পরিশোধন করে।
লবঙ্গ হজম ক্ষমতা বৃদ্ধি করে। হজমে সহায়তা করে এমন এনজাইম নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড ক্ষরণের মাধ্যমে লবঙ্গ হজম ক্ষমতা সক্রিয় করে তোলে।
লবঙ্গে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান আর্থ্রাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -