Runny Nose : নাকের জল ভাবছেন? ব্রেনের ফ্লুইড নয় তো? ক্রমাগত এই লক্ষণ দেখলে সাবধান!
সর্দি নেই, কাশি নেই, শুধুই নাক থেকে জল ঝরছে ! এটা কি সত্যিই ঠান্ডা লাগার লক্ষণ ? না। নাক থেকে জল পড়ার পিছনে থাকতে পারে কঠিন রোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকেই নাক দিয়ে জল পড়ার সঙ্গে সরাসরি মিলিয়ে দেন ঠান্ডা লাগাকে। কিন্তু এতটা সরলীকরণ করে ভাবাটা ঠিক নয়, বলছেন চিকিৎসকরা।
একে বলে CSF রাইনোরিয়া। এই ফ্লুইড সাধারণ একদিক দিয়েই বের হয়। এই ফাটলটা মেরামত করতে হয়। এন্ডোস্কোপি করেও এই ফাটল মেরামত করা যায়। আর এটা অবহেলা করলে হতে পারে মেনিনজাইটিসের মতো প্রাণঘাতী রোগও।
নাক দিয়ে জল পড়াটা কোনও অসুখ নয়, অসুখের লক্ষণ মাত্র। এবার নানা কারণে নাক দিয়ে জল, জলের মতো তরল বের হতে পারে। কোনও কোনও রোগের ক্ষেত্রে রক্ত, অন্য রঙের তরলও বের হয়।
নাক দিয়ে দীর্ঘদিন ধরে তরল নিঃসরণ হতে থাকলে সতর্ক হোন। দেখাতে হবে ইএনটি। তাঁরা রক্তপরীক্ষা, ইমেজিং ( স্ক্যান, এমআরআই ইত্যাদি) করে নিশ্চিত হন এর কারণ সম্পর্কে।
হতে পারে অ্যালার্জিক রাইনাইটিস। তা বুঝতে স্ক্যানিং লাগে না। হতে পারে নাকের ভিতরে টিউমর বা পলিপ। তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।
এছাড়াও সমস্যার কারণ লুকিয়ে থাকতে পারে ব্রেনে। Cerebrospinal Fluid লিক।
নাকের ঠিক উপরেই থাকে ব্রেন, যা ভাসে এই ফ্লুইডের উপর। সেটিই হল Cerebrospinal Fluid। বলে। এবার নাকের ছাদ ও ব্রেনের মেঝে হল একটি পার্টিশন। তাতে কোনও কোনও উইক স্পট থাকে। সেখানে যদি কোনও ফাটল তৈরি হয়, তাহলে সেখান দিয়ে ওই ফ্লুইড লিক করে নাক দিয়ে বেরোতে থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -