Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
High Cholesterol: ঊর্ধ্বগামী কোলেস্টেরল? সামাল দিতে সাহায্য করবে কোন শাকসব্জি?
রোগমুক্ত থাকতে সবসময় খাবারের তালিকায় নজর দিতে বলেন চিকিৎসকরা। কী খাওয়া হচ্ছে, কীভাবে খাওয়া হচ্ছে, তার উপর নির্ভর করে অনেককিছুই। জীবনযাত্রার পদ্ধতি প্রভাব ফেলে স্বাস্থ্যের উপর। স্ট্রেস, খাওয়া-দাওয়া সবকিছুরই প্রভাব রয়েছে সুস্থ থাকার পিছনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো সমস্য়া ইদানিং অনেকেরই দেখা যায়। তা লাগামে আনার জন্য় শরীরচর্চা প্রয়োজন। তারই সঙ্গে প্রয়োজন ঠিকমতো ডায়েট। বিশেষজ্ঞরা বলে থাকেন কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ লাগামে রাখতে গেলে পাতে পর্য়প্ত পরিমাণে আনাজ রাখতে হবে। কিন্তু কী কী আনাজ রাখতে হবে? কোন আনাজে সবচেয়ে বেশি উপকার? নজর রাখা যাক তাতে।
যে যে আনাজে পেকটিন বেশি পরিমাণে থাকে, তা কোলেস্টেরল লাগামে আনতে সাহায্য করে। পেকটিন আদতে কোলেস্টেরল কমাতে পারে এমন একটি ফাইবার। বিশেষজ্ঞরা বলে থাকেন, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত রাখতে গেলে এমন খাবার পাতে রাখা উচিত যা ফাইবার সমৃদ্ধ, বাদ দেওয়া উচিত ফ্যাটজাতীয় খাবার।
পটাশিয়ামে ভরপুর টোম্যাটো। ভিটামিন এ, ভিটামিন সি-এর অত্যন্ত ভাল উৎস। অ্যান্টিঅক্সিড্যান্ট লাইসোপিন থাকে এই আনাজে। এটি এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কার্যকরী বেগুন। কোলেস্টেরল বেশি থাকলে প্রদাহ সৃষ্টি হতে পারে। বেগুনের পুষ্টিকর উপাদান তা আটকাতে পারে।
কমমাত্রায় ক্যালোরি রয়েছে ঢেঁড়সে। যা ফাইবার রয়েছে, তা হৃদযন্ত্রের জন্য উপকারী। প্রদাহ রুখতে পলিফেলন কার্যকরী, ঢেঁড়সে তা পর্যাপ্ত পরিমাণে রয়েছে।
ভাজা থেকে তরকারি, নানা ভাবে ব্যবহার হয় কুমড়ো। অনেকে একেবারেই পছন্দ করে না এই আনাজ। কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে পাতে রাখতেই হবে কুমড়ো। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে, কুমড়ো খেতেই হবে। ক্যালোরির মাত্রা অত্যন্ত কম কিন্তু উচ্চমাত্রায় ফাইবার রয়েছে কুমড়োতে। এটি অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর।
নিয়মিত শাকপাতা জাতীয় খাবার ডায়েটে রাখার জন্য বারবার বলে থাকেন বিশেষজ্ঞরা। ক্ষতিকর কোলেস্টেরলে লাগাম পরাতে এর জুড়ি নেই। পাশাপাশি প্রয়োজনীয় ফাইবার এবং খনিজেরও জোগান দেয় শাকজাতীয় আনাজ।
ডায়াবেটিস থাকলে বা অতিরিক্ত ওজন হলে এটি বাদ দিতে বলেন বিশেষজ্ঞরা। কিন্তু তা না হলে আলু অত্যন্ত উপকারী। প্রয়োজনীয় শর্করা এবং আরও কিছু কিছু খাদ্যগুণ রয়েছে আলুতে। যা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। সব ছবি: pexels/ Pixabay
- - - - - - - - - Advertisement - - - - - - - - -