Sonu Sood Apartment Pics: এই অ্যাপার্টমেন্টে থাকেন সোনু সুদ, দেখুন অন্দরের ছবি
বলিউড অভিনেতা সোনু সুদ দেশে লকডাউন জারির পর সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে যেভাবে লোকজনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। অভিনেতা এখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকজনকে সাহায্যের হাত বাড়াচ্ছেন। এভাবে অনুরাগীদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোনু সুদের অ্যাপার্টমেন্ট বাস্তুশাস্ত্র অনুযায়ী ডিজাইন করা। সেইসঙ্গে পরিবারের সদস্যদের পছন্দ-অপছন্দের দিকটিও খেয়াল রাখা হয়েছে। লিভিং রুমে রয়েছে ভিন্ন বিনোদনের জায়গা, যেখানে সোফা ও লাল রঙের দেওয়াল রয়েছে।
সোনু সুদের থাকবার জায়গা বিভিন্ন ধরনের বুদ্ধ মূর্তিতে সাজানো হয়েছে। এগুলি তাইল্যান্ড থেকে কিনে এনেছেন সোনু সুদের স্ত্রী সোনালি। ঘরের দেওয়াল ডিজাইনার ওয়ালপেপারে সাজানো হয়েছে। কামরায় বিস্তৃতি দিতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের কাচ।
কেরিয়ারের শুরুর দিকেই এই অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সোনু সুদ। দীর্ঘদিন ধরেই এই অ্যাপার্টমেন্টেই থাকছেন তিনি।
অভিনেতার বাড়ির অন্দরসজ্জা বেশ সুন্দর।
মুম্বইয়ে ২৬০০ স্কোয়ার ফুটের চার বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকেন তিনি।
যমুনা নগর (লোখণ্ডওয়ালা), আন্ধেরি পশ্চিমে তাঁর অ্যাপার্টমেন্ট। সোনু একবার বলেছিলেন, এই জায়গা তাঁর খুবই পছন্দের।
সোনুর কথায়, হোটেল বিলাসবহুল হতে পারে, কিন্তু বাড়ির তুলনায় কোনও কিছুই আরামদায়ক নয়। বাড়ি আমার কাছে স্বর্গ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -