মানসিক অবসাদে ভুগছেন? এই খাবারগুলো মন ভাল রাখতে সাহায্য করবে
ফাইল ছবি
1/9
অতিরিক্ত মানসিক চাপ অনুভব করলে এক কাপ কফি খান। এতে থাকা ক্যাফিন ক্লান্তি দূর করে।
2/9
এই পানীয়টিতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং অন্যান্য উপাকারি উপাদান শরীর থেকে সব টক্সিক উপাদানদের বের করে ব্রেনকে সতেজ করে তোলে এবং মানসিক অবসাদ কমায়।
3/9
এমনিতে অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে মানসিক চাপ কাটাতে সামান্য চিনি খেয়ে দেখতে পারেন। এতে আমাদের মস্তিষ্কের উদ্দীপ্ত পেশিগুলি শিথিল হওয়া শুরু করে।
4/9
অবশ্য চিনির বিকল্প হিসেবে স্বাস্থ্যসচেতন অনেকেই আজকাল মধু ব্যবহার করেন। মানসিক চাপ বা উদ্বেগ কমাতেও মধু খুবই উপকারী।
5/9
ডার্ক চকলেট খেলে ‘এন্ডোরফিন’ নামের এক রকম হরমোনের নিঃসরণ ঘটে যা আমাদের মানসিক চাপ বা উদ্বেগ দ্রুত কাটাতে সাহায্য করে। কাজেই প্রতিদিন একটা করে কিউব রাখতেই পারেন খাদ্যতালিকায়।
6/9
প্রতিদিনের খাবার তালিকায় যতটা সম্ভব সবুজ শাক-সবজি রাখুন। সবুজ সবজি যেমন, শসা, ব্রকোলি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম রয়েছে।
7/9
মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতার মতো সমস্যায় মিষ্টি আলু সেদ্ধ করে খেতে পারেন। উপকার মিলবে।
8/9
আমন্ডে রয়েছে ভিটামিন বি আর ভিটামিন ই, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে অত্যন্ত কার্যকর। যখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক থাকে, তখন আমরা মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতার মতো সমস্যাও কমতে থাকে।
9/9
দই শরীরে সরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যা স্ট্রেস কমানোর পাশাপাশি ব্রেনের ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
Published at : 01 Sep 2021 02:31 PM (IST)