Healthy Drinks: রাতভর ভিজিয়ে রাখুন, সকালে খালি পেটে খেলেই দ্রত ঝরবে ওজন

Health Tips: রান্নাঘরেই এমন একাধিক মশলা থাকে, যেগুলির ঠিকঠাক ব্যবহারের কমতে পারে ওজন।

নিজস্ব চিত্র

1/9
ওজন ঝরানোর জন্য বিস্তর চেষ্টা করেন সকলে। কখনও কড়া নজর থাকে ডায়েটে। কখনও আবার সকাল-বিকেল নিয়ম করে শরীরচর্চা করে থাকেন।
2/9
কিন্তু মনের মতো কাজ কিছুতেই হয় না। ওজন কমাতে কালঘাম ছুটে যায়। ডায়েট থেকে শরীরচর্চা সবগুলিই দরকার, তবে তার সঙ্গে দরকার কিছু ঘরোয়া টোটকাও।
3/9
রান্নাঘরেই এমন একাধিক মশলা থাকে, যেগুলির ঠিকঠাক ব্যবহারের কমতে পারে ওজন। সেগুলি কী কী? কীভাবেই বা ব্যবহার করা হয়, দেখে নেওয়া যাক সেগুলি।
4/9
ক্যালোরি প্রায় নেই বললেই চলে। হজমশক্তি বাড়াতে সাহায্য করে জিরে। রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট, প্রদাহরোধী গুণ। মেটাবলিজম বাড়াতে জুড়ি নেই জিরের। রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।
5/9
ভারতে খাবারের পরে জোয়ান খাওয়ার চল রয়েছে। কারণ হজম করতে সুবিধা হয়। ভিটামিন ও খনিজে ভরপুর থাকে জোয়ান। আয়ুর্বেদশাস্ত্রেও একাধিক ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। মেটাবলিজম বাড়াতে, ওজম কমাতেও সাহায্য করে। বলা হয়ে থাকে জোয়ান ফুসফুস ও শ্বাসযন্ত্রের স্বাস্থ্যও ভাল রাখতে সাহায্য় করে।
6/9
মৌরির বীজ, অর্থাৎ যেটা আমরা ব্যবহার করি, তাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। রয়েছে নানা পুষ্টিগুণও। ভরপুর ফাইবার থাকে মৌরি বীজে। হজম ভাল রাখতে সাহায্য করে। মৌরিতে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ফ্যাট ও কার্বস সংশ্লেষ করতে সাহায্য করে। শরীরের দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে মৌরি।
7/9
এই তিনটি জিনিস দিয়েই তৈরি করা যায় এমন একটি পানীয় যা আদতে ওজন কমাতে সাহায্য করবে। লাগবে এক চা চামচ পরিমাণে জিরে, জোয়ান ও মৌরি। এক কাপ উষ্ণ জল।
8/9
সারারাত ওই এক কাপ উষ্ণ জলে ভিজিয়ে রাখতে হবে জিরে, জোয়ান ও মৌরি। পরদিন সকালে ওই জল ছেঁকে নিয়ে প্রয়োজনে এক ফোঁটা মধু দিয়ে খালি পেটে ওই জল খেয়ে নিতে হবে।
9/9
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। সব ছবি: pixabay, pexels
Sponsored Links by Taboola