Chahal Childhood Pics: সোনালি শৈশবের হাতছানি, অনুরাগীদের জন্য ছবি শেয়ার যুজবেন্দ্র চাহলের
স্মৃতিমেদুর ভারতীয় দলের তারকা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহল। প্রত্যেকের কাছেই শৈশবের স্মৃতি মাঝেমাঝেই হাতছানি দেয়। সেই শৈশবের কিছু ছবি ইনস্টাগ্রামে অনুরাগীদের জন্য শেয়ার করলেন চাহল। (ছবি সৌজন্যে-যুজবেন্দ্র চাহল/ ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯০-এর ২৩ জুলাই হরিয়ানার জিন্দে জন্ম চাহলের। ক্রিকেটের প্রতি তাঁর আবেগ কারুর অজানা নয়। একটা সময় তিনি জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নও ছিলেন। আসলে মাত্র ছয় বছর বয়স থেকেই দাবা খেলা শুরু করেছিলেন তিনি। (ছবি সৌজন্যে-যুজবেন্দ্র চাহল/ ইনস্টাগ্রাম)
চাহলের বাবা কেকে চাহল একজন আইনজীবী। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য চাহলের দাবা খেলায় দারুণ আগ্রহ ছিল। ২০০৩-এ আন্তর্জাতিক স্তরেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। (ছবি সৌজন্যে-যুজবেন্দ্র চাহল/ ইনস্টাগ্রাম)
গত ৩ মে চাহলের বাবার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছিল। ওই সময় স্ত্রী ধনশ্রীর সঙ্গে বায়ো-বাবলে ছিলেন তিনি। (ছবি সৌজন্যে-যুজবেন্দ্র চাহল/ ইনস্টাগ্রাম)
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেকে চাহলকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। চাহলের মাও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে বাড়িতেই তাঁর চিকিৎসা হয়। (ছবি সৌজন্যে-যুজবেন্দ্র চাহল/ ইনস্টাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -