AC Cooler Benefits: AC না এয়ারকুলার ? এই গরমে কোনটি কেনা ঠিক হবে ?
গরম পড়লেই এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার কেনার হিড়িক পড়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদামের দিক থেকে এয়ার কুলার অপেক্ষাকৃত অনেকটাই সস্তা। বিদ্যুতের বিলও আসে কম।
এয়ার কুলারে ঠান্ডা জল ভরলেই, ঠান্ডা বাতাস ঘরের চারিদিকে ছড়িয়ে দেয়।
অপরদিকে এয়ার কন্ডিশনার বাতাস করে ফিল্টার করে রুমে পাঠায়।
সেদিক থেকে দেখতে গেলে দামের দিক থেকে এয়ার কন্ডিশনার অনেকটাই পকেট ফাঁকা করে। খরচ বেশ বেশি।
তবে শুধু কেনার সময়েই নয়, বিদ্যুৎ এর বিলেও কম ঝক্কি পার করতে হয় না। বেশ মোটা অঙ্কের বিল পাঠায় এসি।
ছোট ঘরের জন্য এয়ার কুলার খুব কার্যকরী। তবে ঘর বড় হলে এয়ার কন্ডিশনার বসানোই ভাল হবে।
তবে রক্ষণাবেক্ষণের দিকেও খেয়াল রাখতে হয় বইকি, জলের ট্যাঙ্ক পরিষ্কার করা এবং রিফিল করা ইত্যাদি।
তবে এটি অনেক সময় যাদের অ্য়ালার্জি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের জন্য অসুবিধা বয়ে আনতে পারে।
অন্যদিকে কুলারের হাওয়ায় যেহেতু ঠান্ডা জলের বাস্প মিশে থাকে, এতে শরীর ভারী হয়। বয়স্করা এ থেকে দূরে থাকলেই ভাল হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -