চুল আর ত্বকের সমস্যায় ভুগছেন? এই ভেষজের গুণে নিমেষে সমাধান মিলবে

চুল আর ত্বকের সমস্যায় ভুগছেন? এই ভেজষের গুণে নিমেষে সমাধান মিলবে

Rosemary

1/10
যাঁরা চুলের সমস্যায় ভুগছেন তাঁরা রোজমেরি ব্যবহার করতে পারেন। এটি একটি সুগন্ধি গুল্ম জাতীয় গাছ। এর থেকে তৈরি তেল চুলের জন্য বেশ উপকারী। রোজমেরি তেলের সঙ্গে অল্প পরিমাণে নারকেল তেল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলের গোড়ায় ও মাথার তালুতে ম্যাসাজ করে কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।
2/10
রোজমেরি একটি জনপ্রিয় ভেষজ। রোজমেরির পাতা থেকেই বের করা হয় এই এক্সট্র্যাক্ট, যা দিয়ে এই এসেনশিয়াল অয়েল তৈরি করা হয়।
3/10
রোজমেরি অয়েলে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙাল উপাদান। এসব উপাদান সহজেই ত্বকের সমস্যা মেটাতে পারে।
4/10
রোজমেরি অয়েলে আছে ভিটামিন এ এবং সি। এ ক্ষেত্রে বলে রাখা ভালো, দুই ভিটামিনই কিন্তু ত্বকের জন্য খুব উপকারী।
5/10
রোজমেরি তেলে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা অ্যাকনে সারিয়ে তুলতে সাহায্য করে।
6/10
রোজমেরি অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। রোজমেরি অয়েল স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে চুলের বৃদ্ধিও হয় দ্রুত।
7/10
ত্বকের জ্বালাভাব এবং লাল ভাব কমাতেও সাহায্য করে রোজমেরি। এগজিমার মতো সমস্যাও সারিয়ে তুলতে পারে রোজমেরি অয়েল।
8/10
গবেষণায় দেখা গিয়েছে, রোজমেরি অয়েল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া ঠিক করতে সাহায্য করে।
9/10
এই তেল সরাসরি ব্যবহার করবেন না একেবারেই। এটি নারকেল তেল, ক্যাস্টর অয়েল কিংবা আমন্ড তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।
10/10
রোজমেরি অয়েল ব্যবহারে সময় বিশেষ কয়টি সতর্কতা মেনে চলতে হবে। আপনার মাথার ত্বকে খুব বেশি তেল লাগাবেন না।
Sponsored Links by Taboola