Malaria Symptoms: বর্ষাকাল পড়তেই বাড়ছে আশঙ্কা, কীভাবে বুঝবেন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন কিনা?
বর্ষাকাল পড়তেই ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এই সময় জমা জলে মশা ডিম পাড়ে। আর তা থেকেই ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যালেরিয়ার মশা কামড়ালে দ্রুত অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন ম্যালেরিয়া হয়েছে কিনা, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, ম্যালেরিয়ায় আক্রান্ত হলে প্রবল জ্বর হতে পারে। তার সঙ্গে থাকে ঠান্ডা লাগার সমস্যাও।
বর্ষাকালে সাধারণ জ্বরের সঙ্গে ম্যালেরিয়ার জ্বরকে মিলিয়ে ফেললে চলবে না। এর সঙ্গে দেখা দেয় মাথার যন্ত্রণা এবং অস্বস্ত্বি।
মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে। বমিভাবও দেখা দিতে পারে। ডায়রিয়ার সমস্যা দেখা দেয় এই সময়।
বর্ষাকালের সাধারণ জ্বরের ক্ষেত্রে তলপেটে ব্যথার সমস্যা দেখা নাও দিতে পারে। কিন্তু ম্যালেরিয়ায় আক্রান্ত ব্যক্তির তলপেটে প্রবল ব্যথা হওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
পেশিতে টান ধরা পেশির যন্ত্রণা, এসবই ম্যালেরিয়ার লক্ষণ। শরীর দুর্বল হয়ে যায়। শ্বাস প্রশ্বাসের সমস্যাও দেখা দেয়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ম্যালেরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের হৃদস্পন্দর বেড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। তার সঙ্গে থাকে কাশিও।
ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। নাহলে এই অসুখ প্রাণঘাতীও হতে পারে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -