Bathroom Care: বাথরুমে দুর্গন্ধ ? জীবাণুমুক্ত রেখে কীভাবে সাজাবেন ? রইল খুঁটিনাটি
অনেকেই বাথরুমে আস্ত ফুল রেখে দেন। কিন্তু তাতে খুব একটা কাজ হয় না। কারণ শুধু মাত্র ফুলের গন্ধ, কখনই বাথরুমের দুর্গন্ধ দূর করে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক্ষেত্রে আপনাকে যদি বাথরুমে আপনার পছন্দের ফুলের গন্ধ পেতেই হয়, তাহলে প্রয়োজন এসেনশিয়াল অয়েল। কেবল মাত্র আপনার পছন্দের ফুলের অ্যারোমা, বাথরুমে দীর্ঘ সময় ধরে গন্ধ ধরে রাখবে।
বাথরুমের ভিতরে ঘুলঘুলি বা এক্সঝস্ট ব্যবস্থা খুবই জরুরী। কারণ দুর্গন্ধ বেরোনোর রাস্তাটা খোলা রাখাটাও জরুরী।
বাথরুমে কমোড পরিষ্কার করতে হালফ্যাশানে অনেকেই ডেট পেরিয়ে যাওয়া কালারড ক্লোড ড্রিঙ্কস ঢেলে পরিষ্কার করেন। যা মূলত উচ্চচাপে কার্বন ডাই অক্সাইড ও সোডা ওয়াটার। বিক্রিয়ার ফলে পরিষ্কার করে তোলে।
তবে আপনি দুর্গন্ধ দূর করতে পাতিলেবুও ব্যবহার করতে পারেন। পাশাপাশি, আপনি বাথরুম টেবলেটেও অ্যারোমা মিশিয়ে রাখতে পারেন।
শীতকালে বাথরুমে রোদ ঢোকানোর ব্যবস্থা রাখুন। প্রয়োজনে বড় ঘুলঘুলিতে কাঁচ লাগিয়ে রাখুন। এতেও জীবাণু কম জন্ম নেবে। তবে জীবাণুনাশের ক্ষেত্রে রঙ ছাড়া ফিনাইল ব্যবহার করুন।
বাথরুমে শীতকালে জল কম ঢালতে চাইলে, বাথরুমের ভিতরে শুকনো রাখুন। চাইলে মাঝে মাঝে গরমজলে জীবাণুনাশক মিশিয়ে হালকা কোণাগুলিতে স্প্রে করুন।
বাথরুমে ব্রাইট কালারের আলো লাগান। ভিতরে আলো ঠিক থাকলে আপনার মন মেজাজও ঠিক থাকবে।
বাথরুমকে সাজিয়ে তোলবার জন্য সুন্দর আয়না রাখতে পারেন। তবে বাথরুম সাজাতে গেলেও বাস্তু মেনেই সেসব করা ভাল হবে।
ভিতরে মাঝেমাঝে ওয়াশ করুন জলের কল, শাওয়ার সবকিছুই। কারণ ওর ভিতরেও জীবাণু এবং দুর্গন্ধ জন্ম নিতে পারে। বাথরুমের নির্গমণ পথ পরিষ্কার রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -