Low Blood Pressure : ব্লাড প্রেসার লো ? জানেন কী ঘটতে পারে !

Low Blood Pressure : প্রেসার স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে। কী করবেন? বড় কোনও ক্ষতি হয়ে যাবে না তো ?

ব্লাড প্রেসার লো ? জানেন কী ঘটতে পারে !

1/9
হঠাৎ করেই মাথা ঝিমঝিম, ব্ল্যাকআউট বা মাথা ঘুরে যাওয়া। প্রেসার মেপে দেখা গেল স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে। কী করবেন? বড় কোনও ক্ষতি হয়ে যাবে না তো ?
2/9
ব্লাড প্রেসার যদি স্বাভাবিক মাত্রার নীচে হয় ? তাহলেই কি তাঁরা লো-প্রেসারের রোগী ? যখন কারও শরীরের ব্লাড প্রেসার মাপা হয় তখন চলতি কথায় আমরা যাকে উপরের প্রেসার বলি সেটি আসলে Systolic BP, নিচের দিকের প্রেসারের অর্থ diastolic প্রেসার।
3/9
লো প্রেসারের অর্থ, systolic: ১০০ বা তার কম mm Hg, diastolic: ৬০ mm Hg
4/9
ব্লাড প্রেসার লো হলেও কেউ কেউ তা নিয়েই জীবন কাটিয়ে দেন স্বচ্ছন্দে। কোনও সমস্যা দেখা যায় না। চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানালেন, মহিলাদের মধ্যে ব্লাড প্রেসার লো হওয়ার প্রবণতা বেশি।
5/9
কিন্তু যদি কারও ব্লাড প্রেসার কম হওয়ার দরুণ নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়, তাহলে চিকিৎসার প্রয়োজন।
6/9
মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, সর্বদা দুর্বল লাগা - এগুলো লো ব্লাড প্রেসারের লক্ষণ।
7/9
মাথা ঘুরে পড়ে যাওয়া , চোখে আঁধার দেখাও কিন্তু লো ব্লাড প্রেসারের লক্ষণ।
8/9
হার্টের কিছু কিছু সমস্যায় ব্লাড প্রেসার কমে যায় অস্বাভাবিক ভাবে। যাকে হাইপোটেনশন বলা হয়। অর্থাৎ হৃদযন্ত্রের পাম্পিং ক্ষমতায় অক্ষমতার দরুণ এই সমস্যা হওয়া।
9/9
সাধারণত প্রেগন্যান্সিতে ব্লাড প্রেসার বাড়ে। কিন্তু তার উল্টোটাও ঘটতে পারে। সন্তান জন্মের পর প্রেসার নর্ম্যালে ফিরে আসা স্বাভাবিক।
Sponsored Links by Taboola