Hanuman Ji: মঙ্গলবার কোন কোন মন্ত্রে বজরংবলীর পুজো করলে উপকার পেতে পারেন?
হিন্দু শাস্ত্র অনুযায়ী, চৈত্র শুক্ল পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন বজরংবলী। তাই এই সময়েই প্রতি বছর হনুমান জয়ন্তী পালন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে ব্যক্তি সঠিক নিয়ম মেনে ও নিষ্ঠাভরে তাঁর পুজো করেন, সেই ব্যক্তি সমস্ত সঙ্কট থেকে মুক্তি পায়। জীবনে সুখ-শান্তি ফিরে আসে। তাই ভগবান হনুমান সঙ্কটমোচন নামে পরিচিত।
ওম নমো ভগবতে হনুমন্তে নমঃ লাভ - পরিবারের ঝামেলা দূর করতে এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এতে মানসিক প্রশান্তি মিলবে, বাড়ির লোকজন থাকবে চাপমুক্ত থাকবে।
মঙ্গলবার লাল চন্দনের মালা দিয়ে এই মন্ত্র জপ করতে বলে থাকেন শাস্ত্রজ্ঞরা। এছাড়াও ওম হনুমতে রুদ্রতকয়ে হঁ, এই মন্ত্রেও তুষ্ট হন রামভক্ত। বলা হয়, হনুমানজির এই মন্ত্র শত্রুকে জয় করার শক্তি দেয়।
ওম নমো ভগবতে অঞ্জনেয় মহাবলয়া স্বাহা উপকারিতা- গুরুতর রোগ থেকে মুক্তি পেতে মঙ্গলবার এই মন্ত্রের একটি জপ করুন।
মার্কটেশ মহোৎসঃ সর্বশোক বিনাশন। দাপ্যেতে শত্রু সানহার মা রক্ষা শ্রী প্রভো উপকারিতা- আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি খুবই ফলদায়ক।
শত্রুদের হাত থেকে মুক্তি পেতে লাল চন্দনের মালা দিয়ে নরসিংহে ওম সকলভীতপ্রেতদমনয় স্বাহাঃ মন্ত্রপাঠ করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -