Milk Intake : সকালে ঘুম থেকে উঠেই দুধ খাবেন ? নাকি রাতে ? না জানা থাকলে বিপদ
দুধ দুর্দান্ত মুড বুস্টার। এতে রয়েছে ভিটামিন ডি, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে কাজ করে।
Milk Intake : সকালে ঘুম থেকে উঠেই দুধ খাবেন ? নাকি রাতে ? না জানা থাকলে বিপদ
1/8
দুধ একটি সুপারফুড। এতে প্রোটিন, ক্যালসিয়াম এবং স্বাস্থ্যকর চর্বি সহ অনেক প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। দুধ খেলে মাংসপেশি সুস্থ থাকে এবং হাড় মজবুত হয়।
2/8
দুধ দুর্দান্ত মুড বুস্টার। এতে রয়েছে ভিটামিন ডি, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে কাজ করে। সঠিক সময়ে খাওয়া হলেই দুধ থেকে বেশি পুষ্টি পাওয়া যায়।
3/8
এখন প্রশ্ন , দুধ পান করার সঠিক সময় কোনটি? রাতে দুধ পান করা কি ঠিক নাকি সকালে খালি পেটে দুধ পান করা বেশি উপকারী?
4/8
সকালে দুধ পান করার অনেক উপকারিতা। সকালে দুধ পান করলে প্রোটিন পায় শরীর। শক্তি বাড়াতে সাহায্য করে। দুধ হজম হতে অনেক সময় লাগে, তাই তাড়াতাড়ি খিদে পায় না।
5/8
যাদের হজমশক্তি দুর্বল তাদের সকালে খালি পেটে দুধ খাওয়া উচিত নয়। কারণ এতে পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বদহজমের সমস্যা হতে পারে।
6/8
দুধ খাওয়া এবং রাতে ঘুমানোর মধ্যে দুই থেকে তিন ঘণ্টার ব্যবধান থাকা উচিত। কারণ দুধ পান করার পরপরই ঘুমালে হজম সংক্রান্ত নানা সমস্যা হতে পারে।
7/8
যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্সের সমস্যা থাকে, অর্থাৎ দুধজাতীয় খাবার হজমে সমস্যা হয়, তবে দুধ খেলে হজমের সমস্যা , পেটে ব্যথা, ডায়রিয়া এবং গ্যাস হতে পারে।
8/8
যাদের ল্যাকটোজ অসহিষ্ণুতা আছে বা দুধে অ্যালার্জি আছে, তাদের রাতে দুধ খাওয়া এড়িয়ে চলা উচিত।
Published at : 02 May 2023 02:45 PM (IST)