Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mothers Day 2021 Gift Idea: করোনাকালে মাতৃদিবস, মায়ের জন্য থাকুক এই উপহার
মা, শব্দটা যতটা ছোট তার সারমর্ম ততটাই বড়। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের বেশিরভাগ সময়ে মায়ের প্রভাব থেকে। যা তাঁকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। আগামীকাল মাতৃ দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয়ে থাকে মাতৃ দিবস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাতৃ দিবস উপলক্ষে অনেকেই নিজের মাকে নানা উপহার দিয়ে থাকেন। কিন্তু করোনাকালে লকডাউন, কার্ফু চলছে। তাই এই আবহে বাড়িতে থাকা জিনিস দিয়ে মাকে উপহার দেওয়া যেতে পারে। মায়ের পছন্দের জিনিস তৈরি করতে পারেন নিজের হাতেই।
নিজের হাতে বানিয়ে ফেলতে পারেন কার্ড। নিজের অনুভূতির কথা লিখে মাতৃ দিবসে মাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে পারেন।
মায়ের জন্য বানিয়ে ফেলতে পারেন তাঁর পছন্দসই খাবার। নিজের হাতে বানিয়ে ফেলুন কেক, আইসক্রিম, কুকিজ, চকোলেট। অথবা নিজের হাতে বানানো ফটোফ্রেমে মায়ের সঙ্গে ছবি উপহার দিতে পারেন।
সুগন্ধ যে কোনও সম্পর্কের সৌরভকে আরও সুন্দর করে তোলে। এই বিশেষ দিনে মাকে উপহার দিন আতর বা সুগন্ধী। যে কোনও ই-কমার্স সংস্থা থেকে অনলাইনে অর্ডার দিতে পারেন মায়ের পছন্দের পারফিউম।
পরিবেশ বান্ধব উপহার হতে পারে ঘর সাজানোর গাছ। যা চোখকে আরাম দেবে। এই গাছ স্বাস্থ্যের পক্ষেও উপকারী। গাছের সজীবতায় মন থাকবে ভাল। একইসঙ্গে ঘরের পরিবেশও সুন্দর করে তুলবে।
বাড়ি থেকে অফিস, সব জায়গাতেই অনেক দায়িত্ব মায়েদের। তাই মাকে স্বস্তি দিতে মাতৃ দিবসে ম্যাসাজ, হিমালয়ান সল্ট ল্যাম্প, হোম স্পা-এর ব্যবস্থা করা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -