Mustard Greens: ক্যানসার ঠেকায় এই শাক! নিয়ম করে খেলে কোলেস্টেরলও বাগে থাকে
হার্ট ভাল রাখে: সর্ষে শাক ভিটামিন কে-তে ভরপুর। এই বিশেষ ভিটামিনটি হার্ট ভাল রাখে। পাশাপাশি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমস্তিষ্ক সতেজ রাখে: সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোশ বুড়িয়ে যেতে থাকে। এই সমস্যার সমাধান করে সর্ষে শাকের লিউটিন উপাদানটি। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
চোখ ভাল রাখে: সর্ষে শাকের দুই বিশেষ পুষ্টি উপাদান হল লিউটিন আর জিয়াজ্যানথিন। এই দুই উপাদানই চোখের জন্য বিশেষভাবে উপকারী। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
হাড় মজবুত করে: হাড় মজবুত করতে সাহায্য করে ভিটামিন কে। এই ভিটামিনটির সমৃদ্ধ উৎস হল সর্ষে শাক। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
কোলেস্টেরল কমায়: রক্তে খারাপ কোলেস্টেরল বাড়লে ব্লকেজের আশঙ্কা বাড়ে। এই কোলেস্টেরলের পরিমাণ কমায় সর্ষে শাক। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: একাধিক ফাইটোনিউট্রিয়েন্টে সমৃদ্ধ সর্ষে শাক। এই বিশেষ উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে মরসুমি সংক্রমণের আশঙ্কা কমে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
ক্যানসার প্রতিরোধ করে: ক্রুসিফেরাস গোত্রের সবজিগুলির মতোই সর্ষে শাকে রয়েছে গ্লুকোসাইনোলেটস। এই বিশেষ উপাদানটি ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
আর্থ্রাইটিসের ব্যথা কমায়: হাড় মজবুত করার পাশাপাশি বিভিন্ন জয়েন্টের ব্যথা কমাতে উপকারী সর্ষে শাকের পুষ্টি উপাদান। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
ক্রনিক রোগের আশঙ্কা কমায়: উচ্চ রক্তচাপের মতো ক্রনিক রোগে অনেকেই ভোগেন। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সর্ষে শাক। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে সর্ষে শাকের পুষ্টি উপাদান। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। ছবি সৌজন্য: পিক্স্যাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -