ত্বকের স্বাস্থ্যকে প্রাধান্য, কীভাবে বেছে নেবেন কসমেটিকস?
ত্বক কীভাবে ভাল রাখা যায়, তা নিয়ে নানা মত রয়েছে। প্রস্তুতকারক সংস্থারা বলে এই প্রোডাক্ট ভাল, কারোর মতে আবার অন্য কোনও প্রোডাক্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅসংখ্য হাতছানি অনেক সময়েই ক্রেতাকে বিভ্রান্ত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, কোন কসমেটিক কোন ত্বকের জন্য কতটা ভালো, সেটা ব্যবহার করার আগে স্থির করতে হয়।
আমাদের চারপাশে এরকম নানা প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে বেছে নিতে হয় নিজেদের জন্য সঠিক প্রোডাক্টটা। যদিও সেটা খুব একটা সহজ বিষয় নয়।
ত্বকের ধরন, ত্বকের টোন এই বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বেছে নিতে হবে সঠিক প্রোডাক্ট। বিশেষজ্ঞদের মতে, ভুল কোনও জিনিস ত্বকে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।
তাই পছন্দের পাশাপাশি কসমেটিকস বেছে নেওয়ার ক্ষেত্রে মনে রাখতে ত্বকের প্রয়োজনীয়তা এবং ত্বকের স্বাস্থ্যের বিশয়টি। কীভাবে কসমেটিকস কিনবেন?
সবার আগে বুঝতে হবে ত্বকের ধরন কেমন। তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর তা জানলেই যে কোনও জিনিসস বাছাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে।
বিশেষজ্ঞদের মতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেরও পরিবর্তন হয়। যেমন শুষ্ক ত্বক শীতকালে আরও বেশি শুষ্ক হয়। এক্ষেত্রে কোনও জিনিস কেনার আগে বিশেষজ্ঞদের পরামর্শ করে নেওয়া যায়।
কসমেটিকসে কী উপাদান রয়েছে সেটা জানা খুব প্রয়োজন। এতে কিছু কেমিক্যাল থাকে, যা শরীরের জন্য ক্ষতিকারকও হয়ে উঠতে পারে।
সংশ্লিষ্ট প্রোডাক্টে কী কী উপাদান রয়েছে তার তালিকা তৈরি করা যায়। এর মধ্যে কোনটা ত্বকের প্রয়োজন কোনটা প্রয়োজন নয়, কোনটা খারাপ তাও দেখে নিতে হবে।
প্যারাবেন, পেট্রোকেমিক্যাল, লিড, পারদের মতো উপাদান যে প্রোডাক্ট মধ্যে থাকবে, তা ব্যবহার না করাই ভাল। প্যাকেটের মধ্যে উপাদানের নাম থাকে। তা দেখে নিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -