Travel Tips: বেড়াতে যাওয়ার সময় ব্যাগে যে জিনিসগুলো না রাখলেই বিপদ
বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? পুজোর ছুটি কিংবা শীতের ছুটি। অথবা এমনিই কাছে পিঠে কোথাও ছোট খাটো ভ্রমণের পরিকল্পনা করছেন? অনেক সময়ই বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার মাঝেই এমন অনেক কিছু থাকে, যা নিতে ভুলে যাই আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅথচ নতুন কোনও জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে সেই সমস্ত জিনিসপত্র সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত বেশিরভাগ মানুষ বেড়াতে যাওয়ার সময়ে বেশি নজর জামাকাপড়ের পিছনে দেওয়াতেই সময় কাটান। ব্যাগ গোছানোর সময় জামাকাপড়ের দিকে বেশি নজর দেন।
কিন্তু এর থেকেও বেশি নজর দেওয়ার জিনিসগুলি মিস হয়ে যায়। এই পরিস্থিতিতে সবার আগে কোন জিনিসগুলোর উপর নজর দেওয়া প্রয়োজন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোথাও বেড়াতে গেলে নিজের পরিচয় পত্র সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। বেশিরভাগ জায়গাতেই পরিচয় পত্র ছাড়া হোটেল ঘরও পাওয়া যায় না। এমনকি অনেক জায়গাতেই পরিচয় পত্র ছাড়া প্রবেশও করতে দেওয়া হয় না।
যদি পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যান, তাহলে পরিবারের সদস্যদের পরিচয় পত্রও সঙ্গে রাখতে ভুলবেন না। পরিচয় পত্রে যেন নাম, ঠিকানা, ছবি স্পষ্টভাবে বোঝা যায় সেদিকে নজর রাখতে হবে। এরই সঙ্গে কোনও একটি কাগজে কোথায় বেড়াতে গিয়েছেন, কোথায় থাকছেন, সে সবও লিখে রাখতে ভুলবেন না। যদি আপনার ব্যাগ কোথাও হারিয়ে যায়, তাহলে সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে।
বেড়াতে যাওয়ার আগে ব্যাগ গোছানোর সময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিতে ভুলবেন না যেন। কোনও ব্যক্তি যদি নিয়মিত কোনও ওষুধ খেয়ে থাকেন, তাহলে তা অবশ্যই সঙ্গে রাখতে হবে। এছাড়াও, জ্বর, পেট খারাপ, বমি, মাঠা ব্যথা এবং সাধারণ শারীরিক সমস্যার ওষুধও সঙ্গে রাখতে হবে।
ব্যক্তিগত পরিচ্ছ্বন্নতা বজায় রাখার সমস্ত জিনিস সঙ্গে রাখতে হবে। নিজের টুথব্রাশ, শ্যাম্পু, সাবান, ফেস ওয়াস, বডি লোশন, ক্রিম, প্রসাধনী দ্রব্য, স্যানিটারি ন্যাপকিন সঙ্গে নিতে ভুলবেন না।
টর্চ লাইট, স্পিকার, হেডফোন, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, সঙ্গে রাখতে হবে। কোন ধরনের জায়গায় বেড়াতে যাচ্ছেন, তার উপর নির্ভর করে পোশাক সঙ্গে রাখতে হবে।
যদি পাথুরে এলাকায় বেড়াতে যান, তাহলে হাইকিং শ্যু সঙ্গে রাখতে হবে। সাধারণ জুতো পরে সেখানে আপনি হাঁটাচলা করতে পারবেন না।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয়তা অনুযায়ী অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -