Pregnancy Miscarriage : গর্ভপাতের ঝুঁকি কোন বয়সে বেশি ? কাদের বেশি ?
সন্তানধারণ কখন ঝুঁকির ? কাদের ক্ষেত্রে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়া বা গর্ভপাতের আশঙ্কা বেশি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নিয়ে মহিলাদের মনে নানা প্রশ্ন। এবিপি লাইভের সঙ্গে আলোচনা করলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুনীপা চট্টোপাধ্যায়
বয়স যদি ৪০ ছুঁয়ে ফেলে, তবে গর্ভপাতের ঝুঁকি নিঃসন্দেহে বেড়ে যায়। বয়সের কাঁটা ৪৫ স্পর্শ করলে ঝুঁকি বেড়ে হয় ৮০ শতাংশ ।
যে মহিলাদের পরের পর দুই বা তার বেশি বার গর্ভপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রে বেশিমাত্রায় সতর্ক হতে হবে।
যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে বিপদ বেশি থাকে। গর্ভধারণ করার আগে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেকের আবার গর্ভাবস্থায় ডায়াবেটিস দেখা যায়, তাঁদের বেশি সতর্ক থাকতে হবে।
গর্ভধারণ করার সময়ই দেখে নিতে হবে রক্তচাপ ঠিক আছে কি না। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়।
ধূমপান, অ্যালকোহল গ্রহণ বন্ধ করতে হবে। যে মহিলারা গর্ভাবস্থায় ধূমপান করেন তাঁরা গর্ভপাত তো বটেই, হবু সন্তানেরও বিপদ ডেকে আনেন। প্যাসিভ স্মোকিংও এড়িয়ে চলতে হবে।
পরীক্ষা করাতে হবে থাইরয়েড বা মৃগির সমস্যা আছে কি না। আগে ডাক্তারের পরামর্শ নিন।
যৌন রোগ বা এসটিডি থাকলে আগে সারিয়ে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -