Pregnancy Miscarriage : গর্ভপাতের ঝুঁকি কোন বয়সে বেশি ? কাদের বেশি ?

Risk Of Miscarriage : কোন বয়সের পর সন্তানধারণ করলে তা মা ও শিশুর পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে ?

Pregnancy Miscarriage : গর্ভপাতের ঝুঁকি কোন বয়সে বেশি ? কাদের বেশি ?

1/9
সন্তানধারণ কখন ঝুঁকির ? কাদের ক্ষেত্রে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়া বা গর্ভপাতের আশঙ্কা বেশি? 
2/9
এই নিয়ে মহিলাদের মনে নানা প্রশ্ন। এবিপি লাইভের সঙ্গে  আলোচনা করলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুনীপা চট্টোপাধ্যায়
3/9
বয়স যদি ৪০ ছুঁয়ে ফেলে, তবে গর্ভপাতের ঝুঁকি নিঃসন্দেহে বেড়ে যায়। বয়সের কাঁটা ৪৫ স্পর্শ করলে ঝুঁকি বেড়ে হয় ৮০ শতাংশ । 
4/9
 যে মহিলাদের পরের পর দুই বা তার বেশি বার গর্ভপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রে বেশিমাত্রায় সতর্ক হতে হবে।
5/9
যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, তাদের  ক্ষেত্রে বিপদ বেশি থাকে। গর্ভধারণ করার আগে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেকের আবার গর্ভাবস্থায় ডায়াবেটিস দেখা যায়, তাঁদের বেশি সতর্ক থাকতে হবে।
6/9
গর্ভধারণ করার সময়ই দেখে নিতে হবে রক্তচাপ ঠিক আছে কি না। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। 
7/9
ধূমপান, অ্যালকোহল গ্রহণ বন্ধ করতে হবে।  যে মহিলারা গর্ভাবস্থায় ধূমপান করেন তাঁরা গর্ভপাত তো বটেই, হবু সন্তানেরও বিপদ ডেকে আনেন।  প্যাসিভ স্মোকিংও এড়িয়ে চলতে হবে।  
8/9
পরীক্ষা করাতে হবে থাইরয়েড  বা মৃগির  সমস্যা আছে কি না।  আগে ডাক্তারের পরামর্শ নিন। 
9/9
 যৌন রোগ বা এসটিডি থাকলে আগে সারিয়ে নিন।
Sponsored Links by Taboola