APJ Abdul Kalam: প্রয়াত এ পি জে আব্দুল কালামের এই ১০টি বাণী অবশ্যই আপনার জীবন বদলে দিতে পারে
এপি জে আব্দুল কালাম বলেছিলেন, ''স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হল সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন, ''তুমি যদি সূর্যের মত আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মত পুড়তে শেখো।''
''সবসময় মাথায় রাখবে কঠিন কাজে বেশি আনন্দ দেয়। তাই যত কঠিন কাজে সাফল্য পাবে, তত মনের ভেতরে আনন্দ বেশি হবে।''
''কাউকে হারিয়ে দেওয়া সহজ। তবে আসল কাজ হল কারও মন জয় করা। সেই চেষ্টা করা উচিত সবসময়।''
''একবার সাফল্য পেয়ে বসে যেও না। সেক্ষেত্রে পরের বার ব্যর্থ হলে বাকিরা বলবে যে আগের বার ভাগ্যের জন্য সাফল্য পেয়েছিলে। তোমার পরিশ্রমের মূল্য দেবে না কেউ তখন।''
''একটা গোটা দেশ ও জাতিকে বদলাতে পারে তিনজনই। তাঁরা হলেন মা, বাবা ও শিক্ষক।''
''একটা কথা সবসময় মাথায় রাখবে যে জীবনে সমস্যা থাকবেই। আর সমস্যার প্রয়োজনও আছে। সমস্যা আছে বলেই সাফল্য পাওয়ার পর এত আনন্দ হয়।''
''যে ভাল শিক্ষার্থী যে সবসময় প্রশ্ন করে। প্রশ্ন করার সুযোগ করে দেওয়া উচিত। তা না হলে কেউ শিখতে পারে না।''
'' ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী।''
সবচেয়ে মজাদার একটি কথা বলেছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপি জে আব্দুল কালাম। তিনি বলেছিলেন, ''একটা গোটা জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যায়।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -