Sawan Mangalwar 2022: শ্রাবণের দ্বিতীয় মঙ্গলবারে শিব-হনুমান যোগ, জীবন বদলাতে পারে এই তিন রাশির
আজ শ্রাবণ মাসের দ্বিতীয় মঙ্গলবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২২ এর আজকের দিনটি বিশেষ। মঙ্গলা গৌরী ব্রত পালন করলে এদিন কাটতে পারে বিপদ। আজ শিবরাত্রিরও যোগ রয়েছে। ফলে ভগবান শিবের পাশাপাশি মা গৌরী ও হনুমানজির বিশেষ পুজো করলে তা অত্যন্ত শুভ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ ইচ্ছেপূরণেরও দিন হতে পারে একাধিক রাশির জাতকদের জন্য। হনুমানজির কৃপায় এই রাশিগুলির জীবন থেকে অশুভ প্রভাব দূর হতে পারে।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, চৈত্র শুক্ল পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন বজরংবলী। মনে করা হয় যে ব্যক্তি সঠিক নিয়ম মেনে ও নিষ্ঠাভরে তাঁর পুজো করেন, সেই ব্যক্তি সমস্ত সঙ্কট থেকে মুক্তি পায়। জীবনে সুখ-শান্তি ফিরে আসে।
যেমন বৃষ রাশি। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাসের দ্বিতীয় মঙ্গলবার বৃষ রাশির জাতকদের জন্য খুবই শুভ প্রমাণ হতে চলেছে। এই দিনে ভগবান শিবের পাশাপাশি হনুমানজির আরাধনা করলে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি কর্মজীবনে উন্নতি হয়।
এছাড়াও তুলা রাশির জন্যও শুভ সময়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে হনুমানজির কৃপায় তুলা রাশির জাতকরা সুখবর পাবেন। শনি দোষের অশুভ প্রভাব হ্রাস পায়।
মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। যেহেতু শিব এবং হনুমান যোগ একসঙ্গে তাই আজকের দিনে পুজোপাঠ করলে সুখকর ফল পেতে পারেন।
মঙ্গলবারে অনেকেই হনুমানব্রত পালন করে থাকেন। এছাড়াও হনুমানজির নামে মঙ্গলবার গ্রহশান্তিও করাতে পারেন। দীর্ঘ সময় ধরে কোনও কাজ আটকে থাকলে বা কোনও বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমানজিকে পান অর্পণ করুন। কথিত আছে যে এটি প্রতিটি কাজে সাফল্য দেয়।
এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। bengali.abplive.com কোনো ধরনের বৈধতা, তথ্য অনুমোদন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -